Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

গরু-ছাগল তাড়াতে পুলিশকে চিঠি

প্রকাশের সময় : ২৮ মে, ২০১৬, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা
নীলফামারীর সৈয়দপুরে স্টেশন ও আশেপাশের গরু-ছাগল তাড়াতে পুলিশকে চিঠি দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। গত মঙ্গলবার রাতে সৈয়দপুর রেলওয়ে স্টেশন মাস্টার সৈয়দপুর রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সৈয়দপুর রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে ওই চিঠি দেন। উত্তরাঞ্চলের আধুনিক সৈয়দপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ও আশপাশে সাম্প্রতিক সময়ে ব্যাপক হারে গরু-ছাগলের বিচরণ লক্ষ্য করা যাচ্ছে। গরু-ছাগলের মলমূত্রে প্ল্যাটফর্ম নোংরা হচ্ছে। ফলে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়া গরু-ছাগলের অবাধ বিচরণের কারণে রেলস্টেশনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় গরু-ছাগল বাঁচাতে গিয়ে মানুষের প্রাণহানি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায়  রেল পুলিশকে পশু তাড়াতে ও স্টেশন সংশ্লিষ্ট স্থান থেকে অবৈধ স্থাপনা সরাতে চিঠি দিয়েছেন সৈয়দপুর রেলওয়ে স্টেশনমাস্টার আবুল কাশেম। এ বিষয়ে সৈয়দপুর জিআরপি থানার ওসি এ কে এম লুৎফর রহমান বলেন, ‘স্টেশনে পশু বিচরণের বিষয়টি দেখার দায়িত্ব স্টেশন মাস্টারের। এটা দেখবেন স্টেশনে কর্মরত শ্রমিক-কর্মচারীরা। এখানে আমাদের কিছু করার নেই।’ ওসি বলেন, স্টেশনটি আধুনিকায়ন হলেও গোটা স্টেশন এলাকায় নিরাপত্তা প্রাচীর নেই। এটা থাকলে এমনিতেই সংকট দূর হতো। রেলওয়ে স্টেশন মাস্টার আবুল কাশেম বলেন, ‘গরু-ছাগলের অত্যাচারে প্ল্যাটফর্মের অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে। নোংরা পরিবেশের সৃষ্টি হচ্ছে। এমনকি দুর্ঘটনার আশঙ্কাও করা হচ্ছে। আমাদের লোকবল কম হওয়ায় আমরা পশু তাড়াতে পুলিশকে অনুরোধ করেছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গরু-ছাগল তাড়াতে পুলিশকে চিঠি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ