Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, নেই সাকিব

ত্রিদেশীয় সিরিজ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ মে, ২০১৯, ৩:৪৬ পিএম | আপডেট : ৩:৪৮ পিএম, ১৭ মে, ২০১৯

ফাইনালে এসেই খুলল টসগেরো। টুর্নামেন্টে প্রথমবারের মতো টস জিতলেন মাশরাফি বিন মুর্তজা। সকাল থেকে আকাশ মেঘে ঢাকা। বয়ে যাচ্ছে কনকনে ঠাণ্ডা বাতাস। ফিল্ডিং নিতে খুব একটা ভাবতে হলো না বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। ডাবলিনের মালাহাইড ক্রিকেট ক্লাব মাঠে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায়।

উপমহাদেশের বাইরের কোনো দলের বিপক্ষে প্রথমবারের মতো ফাইনালে খেলছে বাংলাদেশ। আগের ছয় ফাইনালের তিনটিতে প্রতিপক্ষ ছিল ভারত, দুটিতে শ্রীলঙ্কা ও একটিতে পাকিস্তান। এবার পতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে পাচ্ছে না দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় সাকিব আল হাসানকে। আয়ারল্যান্ডের সঙ্গে আগের ম্যাচে সাইড স্ট্রোইনের ইনজুরিতে পড়ে আজ খেলা হচ্ছে না দেশসেরা এই অলরাউন্ডারের।

যদিও বিসিবি ও টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে সাকিবের চোট গুরুতর নয়, তবে বিশ্বকাপের আগে তাকে নিয়ে আর কোন ঝুঁকি নিতে চান না বলেই সাকিবকে এই ম্যাচে বিশ্রাম দিয়েছে দল।

তবে ক্যারিবিয়ানদের বিপক্ষে সময়টা দারুণ কাটছে বাংলাদেশের। সবশেষ ছয় ম্যাচের পাঁচটিতে জিতেছে তারা। ওয়েস্ট ইন্ডিজ ও দেশের মাটিতে জিতেছে সবশেষ দুটি ওয়ানডে সিরিজ। সেই দাপট ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামছে মাশরাফির দল।

ত্রিদেশীয় সিরিজে প্রাথমিক পর্বের দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ ও ৫ উইকেটে হারায় বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। পরেরটিতে সফরকারীরা জেতে ৬ উইকেটে। 

নিজেদের প্রথম ম্যাচে আইরিশদের ১৯৬ রানে হারায় ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের বিপক্ষে পরের দেখায় নিজেদের সবচেয়ে বড় লক্ষ্য তাড়া করে জেতে ৫ উইকেটে।

আবার শিরোপার হাতছানি
বাংলাদেশ ফাইনাল জিততে পারে না- এ যেন এক অলিখিত নিয়ম হয়ে গেছে! দ্বিপক্ষীয় সিরিজের বাইরে বাংলাদেশ যে এখনো কোনো শিরোপা জিততে পারেনি। এর আগে ছয়টি ত্রিদেশীয় কিংবা বহুজাতিক আসরের ফাইনাল খেলেও খালি হাতে ফিরতে হয়েছে। আজ ত্রিদেশীয় সিরিজের আরেকটি ফাইনাল খেলতে নামছে বাংলাদেশ। প্রথম শিরোপা হাতছানি দিয়ে ডাকছে আবার।

আগের ছয় ফাইনালের তিনটি ছিল এশিয়া কাপে, বাকি তিনটি ত্রিদেশীয় সিরিজে। যার মধ্যে চারটি ছিল ওয়ানডে ফরম্যাটে, দুটি টি-টোয়েন্টিতে। ছয় ফাইনালের তিনটিতে বাংলাদেশ হেরেছে শেষ বলে। আর সব ফাইনালেই বাংলাদেশের প্রতিপক্ষ ছিল এশিয়ার তিন দল ভারত, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার কেউ না কেউ।

এবার প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, যাদের ত্রিদেশীয় সিরিজে প্রথম পর্বে দুবারের দেখায় দুবারই স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র ম্যাচেও দাপুটে জয়ে অপরাজিত দল হিসেবে বাংলাদেশ উঠেছে ফাইনালে। এবার ফাইনালে ক্যারিবীয়দের আরেকবার হারিয়ে মাশরাফি-মুশফিকরা প্রথম শিরোপার অপেক্ষার অবসান ঘটাতে পারেন কি না, দেখার এখন সেটিই!

পরিসংখ্যানে বাংলাদেশ-উইন্ডিজ
দুই দল এর আগে ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ৩৬ বার। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ১৩টি, ওয়েস্ট ইন্ডিজ ২১টি, বাকি দুই ম্যাচের ফল হয়নি। সবশেষ ছয় ম্যাচের হিসাব করলে বাংলাদেশ জিতেছে পাঁচটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ