রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
আজ সখিপুর উপজেলার ৬টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়ন ৬টি হলো- কাকড়াজান, কালিয়া, বহেড়াতৈল, যাদবপুর, বহুরিয়া, হাতীবান্ধা ইউনিয়ন। ১টি ইউনিয়ন ছাড়া প্রতিটি ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে। ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, নির্বাচন অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ হলে কোন ইউনিয়নে নৌকা বিজয়ী হবার সম্ভাবনা কম। কোন ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী প্রার্থী, কোন ইউনিয়নে ধানের শীষ, কোন ইউনিয়নে গামছা ভোটের দিক দিয়ে এগিয়ে আছে। ফলে আ.লীগ ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড নেতাকর্মী, উপজেলার ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড, সর্বস্তরের নেতাকর্মী-সমর্থকগণ বিদ্রোহী প্রার্থী ঠেকাতে মরিয়া হয়ে মাঠে নেমেছে। কোথাও শক্তি প্রয়োগ করে, কোথাও ভয়ভীতি দেখিয়ে, কোথাও টাকা-পয়সা খরচ করে নৌকাকে বিজয়ী করতে সর্বশক্তি প্রয়োগ করছে। ৬টি ইউনিয়নের বিভিন্ন চা স্টল, সাধারণ ভোটারদের সাথে আলাপচারিতায় উঠে এসেছে- কালিয়া ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান জামাল মিয়া (চশমা) ও কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী সাবেক চেয়ারম্যান আঃ হালিম লাল (গামছা) ও আ’লীগ প্রার্থী এস এম কামরুল হাসান (নৌকা) ত্রিমুখী নির্বাচন হচ্ছে। বহেড়াতৈল ইউনিয়নে আ’লীগ বিদ্রোহী প্রার্থী গোলাম ফেরদৌস(আনারস) ও কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী কামরুজ্জামান (গামছা)-এর মধ্যে দ্বিমুখী নির্বাচন হচ্ছে। কাকড়াজান ইউনিয়নে বিএনপি প্রার্থী সাবেক চেয়ারম্যান শাহজাহান সাজু (ধানের শীষ) ও আ’লীগ বিদ্রোহী প্রার্থী দুলাল হোসেন (আনারস)-এর মধ্যে দ্বিমুখী নির্বাচন হচ্ছে। যাদবপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান বজলুর রহমান বাবুল (ঘোড়া), বিএনপি প্রার্থী একেএম ফজলুল করিম (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী মোঃ হাফিজুর রহমান চৌধুরী পলাশ (আনারস)-এর মধ্যে ত্রিমুখী নির্বাচন হচ্ছে। বহুরিয়া ইউনিয়নে আ’লীগ বিদ্রোহী প্রার্থী নিরাঞ্জন বিশ্বাস (আনারস), বিএনপি প্রার্থী বি.এম. বজলুর রহমান ভূইয়া (ধানের শীষ), আ’লীগ প্রার্থী গোলাম কিবরিয়া সেলিম (নৌকা)-এর মধ্যে ত্রিমুখী নির্বাচন হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।