Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যারা ভেজাল দেয় তারা মানুষকে তিলে তিলে ক্ষয় করছে

নওগাঁয় খাদ্যমন্ত্রী

নওগাঁ জেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ১৭ মে, ২০১৯, ১২:০৪ এএম

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, ভেজাল নির্মুলে ১৯টি মন্ত্রণালয় এবং ৪৬৫টি সংস্থা সারা বাংলাদেশে কাজ করছে। যারা ভেজাল দেয় তারা শত শত মানুষকে তীলে তীলে ক্ষয় করছে। এটা কোন ক্রমেই গ্রহণযোগ্য নয়। যার জন্য প্রধানমন্ত্রী খাদ্যে নিরাপদ আইন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তৈরী করে পরিচালনা করছে। আগে মানুষকে না খেয়েও থাকতে হয়েছে। এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। খাদ্যে স্বয়ংসম্পূর্ণের কারণে আগে পেট ভরলেই সন্তুষ্ট হতাম। এখন কম খেয়েও সন্তুষ্ট হতে পারি যদি আমরা পুষ্টি ও নিরাপদ খাদ্য খাই। প্রতিটি মানুষের মাথায় চিন্তা ঢুকেছে বলেই আমরা নিরাপদ খাদ্য নিয়ে চিন্তা করছি। ভেজাল নিয়ে উঠে পড়ে লেগেছি। জঙ্গীবাদ, মাদক ও বাল্য বিয়ের বিরুৃদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, এবার নির্বাচনী ইসতেহারেও ভেজাল বিরোধী নিরাপদ খাদ্য নিশ্চয়তা বিধান করা সাংবিধানিক অঙ্গীকার। ভেজাল বিরোধী আইন পাশ হয়েছে, সেই হিসাবে কাজ চলছে। যার যার অবস্থান থেকে প্রত্যেককে সচেতন হওয়ার জন্য আহবান জানান তিনি। তিনি গতকালল বৃহষ্পতিবার দুপুরে নওগাঁ সার্কিট হাউজ মিলনায়তনে জেলা আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার ইকবাল হোসেন, ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান, ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন-অর রশীদ, অ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের সভাপতি সরদার সালাউদ্দিন মিন্টুসহ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় জেলার সকল বিভাগের কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যারা ভেজাল দেয়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ