রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সান্তাহারে দুই যুবকের বউ বদল নিয়ে সৃষ্ট ঘটনার জের ধরে ছুরিকাঘাতে বাদল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
জানা যায়, সান্তাহার পৌর এলাকার লকোপশ্চিম কলোনীর শহীদের ছেলে বাদল (২৫) ও নওগাঁর রেজাউল (২৬) পৃর্ব পরিচিত দুই বন্ধু। বন্ধুত্বের সুবাধে একে অপরের বাড়িতে আসা যাওয়া ছিল। এক পর্যায়ে এক বছর আগে বাদল রেজাউলের স্ত্রী ফাতেমা (২২) এর সাথে প্রেমের সর্ম্পক গড়ে তোলে এবং একপর্যয়ে বিয়ে করেন। এরপর রেজাউল বন্ধু বাদলের স্ত্রী নার্গিস (২২)কে বিয়ে করেন। এই ঘটনার পর থেকে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যয়ে গত বুধবার বেলা ১২টার দিকে বাদলের বাড়ির সামনে উভয়ের মধ্যে প্রথমে ঝগড় ও কথা কাটাকাটি হয় এবং এর জের ধরে এদিন রাত সাড়ে ৮ টারদিকে তারাবি নামাজের সময় রেজাউল সান্তাহার শহরের লোকো পশ্চিম কলোনীর বাদলের ভাড়ার বাসায় ঢুকে তাকে উপযুপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিক্যার কলেজ হাসপাতালে ভর্তির পর সে মারা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।