Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতার দু’হাত ভেঙ্গে দিল যুবলীগ নেতা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মে, ২০১৯, ৯:৪৪ পিএম | আপডেট : ১০:৪৩ এএম, ১৭ মে, ২০১৯

শ্রীনগরে ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগ নেতার দু’হাত ভেঙ্গে দেয়ায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া -পাল্টা ধাওয়া ও দোকানঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের ৭/৮ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কোলাপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, ড্রেজার ব্যবসা নিয়ে দীর্ঘ দিন ধরে কোলাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নবেল হাসান ও যুবলীগ নেতা ওপেল গ্রুপসহ কয়েকটি ড্রেজার ব্যবসায়ী গ্রুপের মধ্যে দ্বন্দ চলে আসছিল। এরই জের ধরে গতকাল দুপুর ১২টার দিকে যুবলীগ নেতা ওপেলের ভাই উজ্জল (৪০) এর সাথে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নভেলের কথা কাথাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ইউনিয়ন যুবলীগ নেতা ওপেল তার লোকজন নিয়ে নভেলকে পিটিয়ে গুরুতর আহত করে। এতে নভেলের দু’হাত ভেঙ্গে যায়। এঘটনার পর ওপেল ও নভেল বাহিনীর মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এতে উভয় পক্ষের ৭/৮ আহত হয়। পরে পুলিশ ও র‌্যাবের হস্তক্ষেপে পরিস্তিতি নিয়ন্ত্রনে আসে। গুরুতর আহত অবস্থায় নভেলকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের আশংকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ ইউনুচ আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, এলাকা শান্ত রয়েছে, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলায় আহত

১৭ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ