মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ফেশিয়াল রিকগনিশন সফটওয়্যারের ব্যবহার নিষিদ্ধ হতে যাচ্ছে। বুধবার শহরের বোর্ড অব সুপারভাইজারদের বৈঠকে এই সিদ্ধান্তের পক্ষে ভোট দেন ৮ জন, বিপক্ষে ছিলেন একজন। আর ভোট প্রদানে বিরত ছিলেন দুই জন। বিবিসি জানিয়েছে আশা করা হচ্ছে আগামী সপ্তাহে এ দ্বিতীয় দফার ভোটে বিষয়টি পাস হওয়ার পর তা আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। ফলে শহরের পুলিশ বিভাগও এই সফটওয়্যার ব্যবহার করতে পারবে না। আর এমনটা হলে সান ফ্রান্সিসকোই হবে যুক্তরাষ্ট্রের প্রথম শহর যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যারের ব্যবহার নিষিদ্ধ হচ্ছে। এর ফলে আগামীতে সেখানে এই সফটওয়্যারের সাহায্যে ভিডিও বা ছবিতে থেকে কারও পরিচয় জানা যাবে না। এর আগে প্রাইভেসি এবং মানবাধিকার কর্মীরা এই বলে উদ্বেগ প্রকাশ
করেছিলেন বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।