বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের মির্জাপুরে ধর্ষণের মামলায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জুলহাস মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে পৌর এলাকার ইউনিয়ন পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জুলহাস উপজেলার গোড়াইল গ্রামের মো. আলাল মিয়ার ছেলে।
মামলার অভিযোগে উল্লেখ, উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল গ্রামের ওই কিশোরী (সম্পর্কে জুলহাসের ভাতিজীর মেয়ে) আত্মীয়তার কারণে দীর্ঘদিন ধরে জুলহাসের বাসায় থাকতেন।তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত এক বছরেরও বেশি সময় ধরে তাকে ধর্ষন করতেন। সর্বশেষ গত ৬ মে রাত সাড়ে এগারোটার দিকে তার বাসায় জুলহাস তাকে ধর্ষণ করে।
এঘটনায় বুধবার ওই কিশোরী মির্জাপুর থানায় গিয়ে জুলহাসের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। ওই রাতেই পুলিশ ইউনিয়ন পাড়া থেকে তাকে গ্রেপ্তার করে।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) খোকন সাহা জানান, সকালে বাদীনীকে মেডিকেল চেকআপের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক ধর্ষন মামলায় জুলহাসকে গ্রেপ্তারের কথা স্বীকার করে বলেন, আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।