Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় আগুন : নিহত ১ আহত ৫

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১৬ মে, ২০১৯, ১২:০৫ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়ায় শিপইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজ কাটার সময় অগ্নিকাণ্ডে এক শ্রমিক নিহত এবং আরও পাঁচজন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন। গতকাল বুধবার প্রিমিয়াম ট্রেড করপোরেশন শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রুবেল (২৭) ফেনী জেলার দেওয়ানগঞ্জ কাজীরপুর এলাকার বাসিন্দা। আহতরা হলেন- আল আমিন (২৭), মো. মাসুদ (১৯), সোহেল (২৪), মামুন (৩৬) ও মো. কামরুল (২৮)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা। হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সকাল সাড়ে ৯টায় অগ্নিদগ্ধ ছয়জনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকিদের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনের কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন পাশা বলেন, সকাল সাড়ে ৮টায় জাহাজ কাটার সময় আগুন লেগে ৬ জন আহত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন সূত্রপাতের কারণ জানা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সীতাকুণ্ডে জাহাজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ