Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ইয়াবা আসক্তের হামলায় আহত আরও ১ জনের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৫ মে, ২০১৯, ২:১০ পিএম

নগরীতে ইয়াবা আসক্ত যুবকের দা-এর কোপে আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার রাতে চমেক হাসপাতালে শান্তি নন্দী (৭০) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়।
গত শুক্রবার রাতে নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী বড়কালী বাড়ি এলাকায় সত্যজিৎ নামে এই যুবকের এলোপাথাড়ি দায়ের কোপে সন্ধ্যা রাণী (৬০) নামে এক মহিলা ঘটনাস্থলে মারা যান। হামলায় আরও চারজন আহত হন। তারা হলেন- শান্তি নন্দী (৭০), দীপক দত্ত (৪৮), টিংকু দত্ত (৪৫) এবং প্রবীর তালুকদার (৪০)।
আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) মহিবুর রহমান বলেন, শান্তি নন্দী চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাকি তিনজন একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
উত্তর কাট্টলী এলাকায় সত্যজিতের একটি ফার্মেসি আছে। দীর্ঘদিন ধরে মাদকাসক্ত সত্যজিত মাদক সেবনের পর অসংলগ্ন অবস্থায় দা দিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম করে। পরে সত্যজিৎ জনরোষ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ দেন। পুলিশ আহত সত্যজিৎকে গ্রেফতার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ