Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউজিল্যান্ড সফর চূড়ান্ত বক্সিং ডে তে ওয়ানডে খেলবে বাংলাদেশ

প্রকাশের সময় : ২৮ মে, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : নিউজিল্যান্ড সফরে এর আগে বাংলাদেশের ম্যাচগুলো ওয়েলিনটন, হ্যামিল্টন, অকল্যান্ড, নেপিয়ার, কুইন্সটাউনে ছিল এতোদিন সীমাবদ্ধ। আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বাংলাদেশ দল নিউজিল্যান্ডে খেলবে ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ২টি টি-২০, সেখানে বাংলাদেশের জন্য নুতন ভেন্যু মাউন্ট মুনগানুই। তুরাঙ্গার দর্শনীয় স্পটে প্রাকৃতিক সৌন্দর্যের এই ভেন্যুতে আগামী বছরের ৩ ও ৬ জানুয়ারি স্বাগতিকদের বিপক্ষে ২টি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এর আগে নিউজিল্যান্ড সফরে ২ বার বক্সিং ডেতে খেলেছে বাংলাদেশ, এবারো বক্সিং ডে (২৬ ডিসেম্বর) খেলবে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর শুরু হবে বক্সিং ডে দিয়ে। ২৬ ডিসেম্বর ক্রাইশ্চার্চে বাংলাদেশ খেলবে সফরের প্রথম ওয়ানডে ম্যাচ। ২৯ ডিসেম্বর এবং ৩১ ডিসেম্বর নেলসনে খেলবে ওয়ানডে সিরিজের অবশিস্ট ২টি ম্যাচ। প্রথম টেস্ট হবে ওয়েলিংটনে (১২-১৬ জানুয়ারি), দ্বিতীয় এবং শেষ টেস্টের ভেন্যু ক্রাইশ্চার্চ (২০-২৪ জানুয়ারি)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিউজিল্যান্ড সফর চূড়ান্ত বক্সিং ডে তে ওয়ানডে খেলবে বাংলাদেশ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ