Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওসমানীনগরে বাড়ি থেকে বিদায় করলো বৃদ্ধা মাকে

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ মে, ২০১৯, ১:১২ পিএম

সিলেটের ওসমানীনগরে ছেলে ও পুত্রবধূ নির্যাতন করে এক বৃদ্ধ মাকে গৃহ ছাড়া করার খবর পাওয়া গেছে। 

নির্যাতনের শিকার ছয়ফুল বেগম (৮০) এব্যাপারে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার মো. আনিছুর রহমানের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।

নির্যাতনের শিকার ওই বৃদ্ধা জানান, দীর্ঘদিন থেকে ছেলে নেপুর ও তার স্ত্রী সুজনা বেগমের নির্যাতনের কারণে নিজ বসত ঘরে থাকতে পারছিলেন না। বাধ্য হয়ে নিজের মেয়েদের বাড়িসহ আত্মীয়-স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। গত রবিবার বৃদ্ধা বাড়িতে গিয়ে বসত ঘরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ছেলে নেপুর ও তার স্ত্রী সুজনা বেগম তাকে বেধড়ক মারপিট করে। বৃদ্ধার দুই মেয়ে তাকে বাঁচাতে গেলে তাদের উপরও তারা হামলা করা হয়। তাই বাধ্য হয়ে তিনি ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে ইউএনও’র নিকট অভিযোগ দিয়েছেন। ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, এ বিষয়ে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওসমানীনগর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ