Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভুরুঙ্গামারীতে জমি বিরোধে বাড়িঘর ভাঙচুর

প্রকাশের সময় : ২৮ মে, ২০১৬, ১২:০০ এএম

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : ভুরুঙ্গামারীতে জমিজমার বিরোধে বাড়িঘর ভাঙচুর ও লুটতরাজ করায় থানায় মামলা। ঘটনায় জানা গেছে উপজেলার উত্তর পাথরডুবি ইউনিয়নের মৃত হাজী আমজাদ আলীর পুত্র মজিবর রহমান(৩৭)এর সঙ্গে একই গ্রামের মৃত আয়েজউদ্দিন বয়াতির পুত্র আব্দুস সামাদ (৬০),মতিয়ার রহমান (৪০),সিদ্দিক মিয়া (৩৫) র জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসায় অবস্থায় গত ২৪ মে বিকাল ২টার সময় সামাদ সহ ২০/২৫ জনের সংঘবদ্ধ হয়ে লাঠি, দা, কুড়াল সহ বিভিন্ন অস্ত্র নিয়ে মজিবর রহমানের বাড়িতে অতর্কিত প্রবেশ করে বাড়ির লোকজনদের হাত-পা বেঁধে মারপিট করে বাড়িঘর ভাঙচুর করে ও নগদ টাকা সহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল লুটতরাজ করতে থাকে। তাদের মারপিটে মজিবর রহমানের ভাই মতিয়ার রহমান,ভাবী রওশন আরা ও ভাতিজা চান মিয়া আহত হয়। এদিকে আহতদের আর্ত চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সামাদ গং এর দ্রæত পালিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভুরুঙ্গামারীতে জমি বিরোধে বাড়িঘর ভাঙচুর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ