Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বরাষ্ট্রমন্ত্রী মহিপুর থানা উদ্বোধন করবেন আজ

প্রকাশের সময় : ২৮ মে, ২০১৬, ১২:০০ এএম

কলাপাড়া উপজেলা সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৎস্য বন্দর মহিপুর নতুন থানার উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। এ উপলক্ষে আজ শনিবার বিকেল ৪ টায় মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে। এসময় উপস্থিত থাকবেন বরিশাল বিভাগীয় ও পটুয়াখালী জেলার পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। নতুন থানা উদ্বোধনকে ঘিরে মৎস্য বন্দর মহিপুরে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। উদ্বোধনী অনুষ্ঠানকে সফল করতে পটুয়াখালী জেলা পুলিশ সুপার ও মহিপুর থানা কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৎস্য বন্দর মহিপুর থানাটি লতাচাপলি, ডাবলুগঞ্জ, মহিপুর ও কুয়াকাটা নিয়ে গঠন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন ও থানা উদ্ভোধনকে কেন্দ্র করে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক সমাবেশ আনুষ্ঠিত হবে বলে জানা গেছে। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মহিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মালেক আকন জানান, এ থানাটি অত্যান্ত গুরুত্বপূর্ণ। শনিবার বিকেলে থানা উদ্ভোধনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হবে। কলাপাড়া থানার ওসি জি এম শাহনেওয়াজ জানান, মহিপুর থানা উদ্বোধনের পার তিনি পার্শ্ববর্তী রাঙ্গাবালি উপজেলায় যাবেন। তার আগম উপলক্ষে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী মহিপুর থানা উদ্বোধন করবেন আজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ