Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সর্বোচ্চ শক্তি প্রয়োগের হুঁশিয়ারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মে, ২০১৯, ১২:০৩ এএম

চলমান মুসলিমবিরোধী সহিংসতার প্রেক্ষিতে জারিকৃত কারফিউ সত্তে¡ও সোমবার শ্রীলঙ্কায় সেখানকার মসজিদ ও দোকানে হামলা থামানো যায়নি। এদিন এক মুসলিম ব্যক্তি হত্যার শিকারও হয়েছেন। এমন পরিস্থিতিতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে সংঘাতময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার হুঁশিয়ারি দিয়েছে শ্রীলঙ্কা। দেশটিতে চলমান মুসলিমবিরোধী সংঘাত থামানোর অঙ্গীকারের কথা জানাতে গিয়ে সোমবার দেশটির প্রেসিডেন্টের একজন মুখপাত্র এবং পুলিশ প্রধান এমন আভাস দিয়েছেন। এদিকে সংঘাতকবলিত এলাকায় সেনা ও পুলিশি টহল জোরালো করা হয়েছে। সোমবার রাতে জারি করা কারফিউ আংশিক প্রত্যাহার করা হলেও সংঘাতকবলিত এলাকায় পরবর্তী ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। পুলিশের দাবি, কলম্বো থেকে ৮০ কিলোমিটার দূরের ক্যাথলিক খ্রিস্টান অধ্যুষিত শহর চিলাওয়ের এক দোকানদারের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই দাঙ্গা ছড়িয়ে পড়ে। ‘হাসাহাসি করো না। একদিন তোমাদেরও কাঁদতে হবে’; মুসলিম ব্যক্তির দেওয়া এই ফেসবুক পোস্টকে খ্রিস্টান স¤প্রদায়ের মানুষ তাদের প্রতি দেওয়া বার্তা হিসেবে নেয়। এরপর তার দোকান পুড়িয়ে দেওয়া হয়। সেখান থেকেই দাঙ্গার সূত্রপাত। চিলাওয়ের কয়েকটি মসজিদেও হামলা চালিয়েছে দাঙ্গাবাজরা। মূলত কলম্বোর উত্তরের তিনটি শহরে এই সংঘাত ছড়িয়ে পড়ে। কিনিয়ামায় মসজিদের দরজা-জানালা ভেঙে দেওয়া হয়েছে। মেঝেতে ছুড়ে ফেলা হয়েছে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন। দেশটির হেটিপোলা শহরেও সহিংসতার খবর পাওয়া গেছে। সেখানে মুসলিমদের অন্তত তিনটি দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তিন জেলায় এবং পরে দেশজুড়ে কারফিউ জারি করে সে দেশের সরকার। তা সত্তে¡ও সহিংসতা থামানো যায়নি। বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, মুসলিমবিরোধী সহিংসতায় শ্রীলঙ্কাজুড়ে জারি থাকা রাতভর কারফিউ আংশিক প্রত্যাহার করা হয়েছে। তবে পরবর্তী বিজ্ঞপ্তির আগ পর্যন্ত উত্তর-পশ্চিম প্রদেশে কারফিউ অব্যাহত থাকবে বলে জানিয়েছে সে দেশের পুলিশ। বিবিসি, রয়টার্স, এএফপি।



 

Show all comments
  • মনিরুজ্জামান ১৫ মে, ২০১৯, ৩:১২ এএম says : 0
    সারা বিশ্বে মুসলীম নিধন চলছে আর সবাই চুপচাপ!
    Total Reply(0) Reply
  • শফিক রহমান ১৫ মে, ২০১৯, ৩:১৩ এএম says : 0
    আল্লাহ তুমি মুসলমানদের প্রতি রহমত নাযিল করো্
    Total Reply(0) Reply
  • নাসির ১৫ মে, ২০১৯, ৩:১৩ এএম says : 0
    কবে যে মুসলমানরা এক হবে ?
    Total Reply(0) Reply
  • রাসেল ১৫ মে, ২০১৯, ৩:১৪ এএম says : 0
    চলমান মুসলিমবিরোধী সহিংসতার তিব্র প্রতিবাদ জানাই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ