মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন সেনাবাহিনী এমন এক হাতিয়ারের নকশা করেছে যার মাধ্যমে টার্গেটে আঘাত হানলে সাধারণ মানুষের মৃত্যু সংখ্যা কমিয়ে আনা যাবে। কিন্তু এটা কোনো ড্রোন থেকে ছোড়া কোনো মিসাইল নয়। সেখানে থাকবে না কোনো বিস্ফোরক। নতুন মারণাস্ত্রের থাকবে ধাতব বস্তু। টার্গটে ফেলা হবে ১০০ পাউন্ড ওজনের ধাতব পদার্থ। আর তা ৬টা দানবীয় ছুরি হয়ে নেমে আসবে, আঘাত হানবে। এগুলো প্রয়োজনে একের পর এক ব্যবহার করলে ছুরি-চাকুর বৃষ্টি শুরু হবে শত্রæর ওপর। এমনই মার্কিন মিলিটারির এক অতি গোপন অস্ত্রের তথ্য ফাঁস করেছে দেশটির সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরো বলা হয়, এই অস্ত্র নিয়ে কাজ এগিয়েছে ওবামার প্রশাসনের অধীনে। এর ব্যবহার ঘটবে বিশেষ পরিস্থিতিতে। এর আম আর৯এক্স। এর ব্যবহার এমন স্থানে ঘটবে যেখাবে হেলফায়ার মিসাইল ব্যবহার করলে সাধারণ মানুষের প্রাণহানির সম্ভাবনা থেকে যায়। এরই মধ্যে আর৯এক্স দিয়ে দুটো অপারেশন পরিচালিত হয়েছে বলেও নিশ্চিত হওয়া গেছে। একটি অপারেশন এই জানুয়ারিতেই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালনা করে। এতে নিহত হন জামাল আল-বাদাবি। তাকে ২০০০ সালে ইয়েমেনের আদেন উপকূলে ইউএসএস কয়লা খনি বিস্ফোরণে দায়ী করা হয়। ওই ঘটনায় ১৭ জন মার্কিন নাবিক নিহত হয়েছিলেন। আর৯এক্স এর মাধ্যমে দ্বিতীয় অপারেশনটি চালানো হয়েছিল বছর দুয়েক আগে সিরিয়ায়। এতে মারা যান আল কায়েদা নেতা আহমাদ হাসান আবু খাইর আল-মাসরি। এই অস্ত্রের ‹নিনজা বম্ব› নামে ডাকা হয়। ধাতু আর মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে এক প্রাণঘাতী আক্রমণ এটাই প্রথম নয়। এর আগে কোরিয়া এবং ভিয়েতনাম যুদ্ধেও ইউএস মিলিটারি তাদের তথাকথিত ‹লেজি ডগ (আলসে কুকুর)› বোমা ব্যবহার করে। আকাশ থেকে দুই ইঞ্চি আকারের শত শত সূচারো ধাতব বস্তু পড়তো। মাটিতে পড়ার আগে যেকোনো দেহকে ক্ষতবিক্ষত করার গতি সে পেয়ে যেত। অনেক সময়ই এমন অস্ত্রের প্রয়োগ ভয়ঙ্কর ফলাফল বয়ে আনতে পারে। সেখানে কোনো বিস্ফোরক ধাতু থাকে না। শত্রুর মাথা-দেহে আকাশ থেকে ধরালো ছুরি-চাকু ফেলে হত্যার মাধ্যমে সাধারণ মানুষের প্রাণহানি কমিয়ে আনার কাজটাই করবে এই আর৯এক্স। ওয়াল স্ট্রিট জার্নাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।