মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আল-আকসা মসজিদে ইতিকাফ পালনরত ফিলিস্তিনিদের বের করে দিয়েছে ইসরাইলি পুলিশ। ফিলিস্তিনের কর্মকর্তারা জানিয়েছেন, এসময় ১২ জন বয়স্ক ব্যক্তি আহত হয়েছেন। তারা জানিয়েছেন, ওই সময় মসজিদের ভেতর প্রায় ৫০ জন ইবাদতকারী উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ইশা ও তারাবির নামাজের পর পুলিশের একটি বড় দল মসজিদে প্রবেশ করে। পরে তারা ইবাদতকারীদের মসজিদ থেকে জোরপূর্বক বের করে দেয়। তারা জানাচ্ছে, বের করে দেয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজনের মসজিদে ইতিকাফ পালনের ব্যাপারে ধর্মীয় অনুমতি ছিল। মসজিদে ইতিকাফ পালনকালে একজন ধর্মপ্রাণ মুসল্লি নফল নামাজ, কুরআন তেলাওয়াত ও হাদিস পাঠের মাধ্যমে সময় অতিবাহিত করেন। ইসরাইলি কর্তৃপক্ষ এক নির্দেশনায় জানায়, আল-আকসা মসজিদে এখন থেকে শুধু শুক্রবার ও লাইলাতুল কদরের রাতে ইতিকাফ পালন করা যাবে। কিন্তু ফিলিস্তিনি মুসলিমরা ইসরাইলের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।