Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শত ভাগেরও বেশি ভোট গ্রহণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মে, ২০১৯, ১২:০৩ এএম

ভারতের লোকসভা নির্বাচনে লাদাখের কারগিল জেলার জনস্কর উপজেলায় ৬ মে পঞ্চম ধাপের ভোটে তিনটি বুথে শত ভাগেরও বেশি ভোট পড়ার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া সেখানকার অপর তিনটি বুথে শতভাগ এবং কয়েক ডজন বুথে নব্বই ভাগেরও বেশি ভোট পড়েছে। গোটা জনস্করে ‘অস্বাভাবিক’ ৯৫ শতাংশ ভোট পড়েছে। ২০১৪ সালের নির্বাচনে মাত্র ৩৬ ভোটে বিজেপি প্রার্থী জিতেছিলেন। এখানে প্রতিটি ভোটের গুরুত্ব অনেক বেশি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কারগিলের বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ এই জনস্কর উপজেলায় ভোটের আগ থেকেই বৌদ্ধ ধর্মীয় কিছু সংগঠনের বিরুদ্ধে প্রকাশ্যে সরকারি দল বিজেপির জন্য ভোট চাওয়ার অভিযোগ ওঠে। বিজেপি বাদে প্রায় সব প্রার্থীই জালভোট, ভোটে ধর্মীয় প্রভাব খাটানো এবং তাদের পোলিং এজেন্টদের হুমকিধমকির অভিযোগ তোলেন। তবে জালভোটের অভিযোগের বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা বসিরুল হক চৌধুরী বলেছেন, ‘অভিযোগকারীরা বলছেন, গোটা মহল্লার লোকেরা এসব করেছে। আমি মহল্লার কয়জনকে গ্রেপ্তার করতে পারি।’ টেলিগ্রাফ ইন্ডিয়া অনলাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ