Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে মা-মেয়েকে কুপিয়ে জখম

প্রকাশের সময় : ২৮ মে, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মা- মেয়েকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের রূপগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে । আহত আমিরুন ও মোর্শেদা আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রূপগঞ্জ এলাকার ইমান আলী ও একই এলাকার ইকবাল হোসেনের সঙ্গে এক খÐ জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। শুক্রবার ইকবাল ঐ জমিতে একটি ঘর তুলতে গেলে ইমান আলীর লোকজন তাকে বাধা দেয়। ইকবাল বাধা উপেক্ষা করে ঘর তুলতে থাকে। এ সময় ইকবালের পক্ষে কথা বলেন চাচাতো বোন মোর্শেদা ও চাচী আমিরুন। এতে ক্ষিপ্ত হয়ে ইমান আলী ও তার ভাই সদ্দু মিয়া,রাজিব ,মাহিয়া ও তাদের লোকজন ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে মোর্শেদাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে মোর্শেদাকে বাঁচাতে তার মা আমিরুন আসলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনার অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রূপগঞ্জে মা-মেয়েকে কুপিয়ে জখম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ