Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাকৃবিতে ফুড সেফটি ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন

বাকৃবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মে, ২০১৯, ৫:১৫ পিএম

ইন্টার ডিসিপ্লিনারি ইন্সটিটিউট ফর ফুড সিকিউরিটির (আইআইএফএস) অধীনে ডিগ্রি না দেয়ার দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফুড সেফটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে মানববন্ধন করেন তারা।

জানা যায়, এবছর দেশে প্রথম বারের মতো বাকৃবিতে কৃষি অনুষদের অধীনে ফুড সেফটি ম্যানেজমেন্ট ডিগ্রি চালু করা হয়। পরবর্তীতে আলাদা অনুষদ খুলে ফুড সেফটি ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের ডিগ্রি দেয়ার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বরাবর চিঠি দেয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। পরে ইউজিসি থেকে ফুড সেফটির শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ইন্টার ডিসিপ্রিলিনারি ইন্সটিটিউট ফর ফুড সিকিউরিটির (আইআইএফএস) অধীনে দেয়ার সুপারিশ করা হয়।

তবে বিশ্ববিদ্যালয়ের এ ইন্সটিটিউট থেকে বি.এস.সি ডিগ্রি দেয়ার অর্ডিন্যান্স নেই। মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে অর্ডিন্যান্সটি সংশোধন করে ইন্সটিটিউটের অধীনে ডিগ্রি দেয়ার ব্যাপারে আলোচনা করা হয়। পরে ফুড সেফটি ম্যানেজমেন্টের শিক্ষার্থীরা বিষয়টি জানতে পেরে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়। তারা নিজস্ব অনুষদ না হওয়া পর্যন্ত কোন ইনস্টিটিউটের অধীনে কৃষি অনুষদের অধীনে ডিগ্রি বহাল রাখার দাবি জানায়।

এ বিষয়ে ফুড সেফটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী শাহাব উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় বলা হয়েছিল ফুড সেফটি ম্যানেজমেন্ট নিয়ে নতুন অনুষদ করা হবে। আমরা কোনো ইন্সটিটিউটের অধীনে আমরা ডিগ্রি নিতে চাই না। নতুন অনুষদ না খোলা পর্যন্ত আমরা কৃষি অনুষদে থাকার দাবি জানাচ্ছি।

বাকৃবি ফুড সেফটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক ড. আলমগীর হোসেন বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এজেন্ডাটি স্থগিত রাখা হয়েছে। শিক্ষার্থীদের সাথে আলোচনা করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাকৃবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ