Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জকোভিচের রেকর্ড শিরোপা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মে, ২০১৯, ১২:২৬ এএম

উদীয়মান তারকা স্টেফানোস সিসিপাসকে হারিয়ে মাদ্রিদ ওপেনে চ্যাম্পিয়নের খেতাব জিতেছেন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ।
সেমিফাইনালে ‘ক্লে কোর্টের রাজা’ রাফায়েল নাদালকে হারিয়ে ফাইনালে পা রাখেন সিসিপাস। কিন্তু সার্বিয়ান ৩১ বছর বয়সীর সামনে দাঁড়াতে পারেননি ২০ বছর বয়সী গ্রীক। ক্লান্ত দেখানো সিসিপাসকে এক ঘণ্টা ৩২ মিনিটের লড়াইয়ে ৬-৩, ৬-৪ গেমের সরাসরি সেটে হারিয়ে নাদালের সঙ্গে যৌথ রেকর্ড ৩৩তম মাস্টার্স ১০০০ শিরোপা জিতে নেন ‘জোকার’।

গত অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর তিনটি টুর্নামেন্টে অংশ নিয়ে মাত্র একটিতে কোয়ার্টার ফাইনালে উঠতে পারা জকোভিচের এটি ৭৪তম ট্যুর শিরোপা। ২৬ মে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনের আগে ক্লে কোর্টের এই শিরোপা তার আত্মবিশ্বাস বাড়াবে। ট্রফি হাতে এমনটিই বলেন ১৫ গ্র্যান্ড ¯ø্যামজয়ী তারকা, ‘এই জয়টা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমার আত্মবিশ্বাসের জন্য।’ ‘অস্ট্রেলিয়ান ওপেনের পর আমি আমার সেরা খেলাটা খেলতে পারছিলাম না। আমি এখন ছন্দে ফেরার দিকে নজর দিচ্ছি। এখানে আমি আমার কিছু সেরা টেনিস খেলেছি।’
তিনবার ম্যাচ পয়েন্ট সেভ করা সিসিপাস জাকোভিচকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘তুমি যেটা করেছ তা প্রেরণাদায়ী, এক কথায় অসাধারণ। তুমিই এটার দাবিদার।’ ‘সপ্তাহটা দারুণ ছিল তোমার জন্য। কিছু দারুণ স্মৃতি ও ভালো সমর্থকদের জন্য আমার জন্যেও এটা দারুণ ছিল।’
সামনের মাসে ফ্রেঞ্চ ওপেন জিততে পারলে চারটি গ্র্যান্ড ¯ø্যামই দখলে নেবেন জকোভিচ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ