Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ বঞ্চিতদের বিক্ষোভ হামলা-মারধর

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে বিতর্কিতরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ মে, ২০১৯, ১২:০৫ এএম

সম্মেলনের এক বছর পর ঘোষণা করা হয়েছে ৩০১ সদস্য বিশিষ্ট ছাত্রলীগের পূণাঙ্গ কমিটি। এই কমিটিতে বিতর্কিত, চাকরিজীবী, নিষ্ক্রিয়, বিবাহিত, মাদক ব্যবসায়ী, হত্যা মামলার আসামী, ছাত্রী নির্যাতনকারীদের পদ দেয়াা অভিযোগে ছাত্রলীগের পদবঞ্চিত নেতাদের বিক্ষোভ মিছিল এবং এতে নতুন কমিটির নেতাদের হামলা ও মারামারির ঘটনা ঘটেছে।
গতকাল বিকালে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে পদবঞ্চিতরা বিক্ষোভ মিছিল করলে নতুন কমিটিতে পদ পাওয়া নেতারা হামলা চালায় এবং ছাত্রী নেতৃদের মারধরের ঘটনা ঘটে। এ নিয়ে সন্ধ্যার পর পদবঞ্চিতরা মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করলে আরেক দফা হামলা চালায় নতুন কমিটির নেতারা।
পদবঞ্চিতদের নেতৃত্বে রয়েছেন, গত কমিটির দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা, সাবেক প্রচার সম্পাদক সাইফ বাবু, সাবেক উপ-অর্থ সম্পাদক (নতুন কমিটির উপ-সাংস্কৃতিক সম্পাদক) এবং ডাকসুর সদস্য তিলোত্তমা শিকদার, বিএম লিপি, আল মামুন, কবি জসিম উদ্দিন হলের সেক্রেটারি শাহেদ খান, শ্যাবনী শায়লা, ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত, সৈয়দ আরাফাত।
বিকালে হামলার পর তিলোত্তমা শিকদার ইনকিলাবকে বলেন, বিক্ষোভ মিছিল করলে নতুন কমিটির সবাই বাধা দিলেও সহ-সভাপতি সাদিক খান ও রাকিব উদ্দিন আমাকে ও বিএম লিপিকে মারধর করেছে। তিনি বলেন, গত কমিটিতে অর্থ উপ সম্পাদক ছিলেন তিনি। এবার সাংস্কৃতিক উপ-সম্পাদক। যাদের দীর্ঘদিন দেখিনা, বিবাহিত, মাদক ব্যবসায়ী তারা বড় বড় পদে পেয়েছে। আমাদের বঞ্চিত করা হয়েছে। এই কমিটি মানিনা।
সাবেক প্রচার সম্পাদক সায়িফ বাবু বলেন, তারা একটি বিতর্কিত কমিটি ঘোষণা করেছে। আপনারা জানেন এই কমিটিতে শিবির কোটাধারীদের স্থান দেওয়া হয়েছে। যারা ক্যাম্পাসে বিগত ১০ বছরে ছাত্রলীগের মিছিল মিটিং করেছে, ডাকসু নির্বাচনসহ কোটা সংস্কার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করা করেছে তাদেরকে এই কমিটিতে স্থান দেওয়া হয় নাই।
সন্ধ্যায় সংবাদ সম্মেলন করলে কিছুক্ষণ পরেই বর্তমান কমিটির নেতারা হামলা করে। মধুর ক্যান্টিনের চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। এতে অনেক জন নেতাকর্মী আহত হন। কয়েকজন ছাত্রী নেত্রীকেও আহত হয়ে রক্তাক্ত অবস্থায় দেখা যায়।
পদবঞ্চিত নেতাদের অভিযোগ মতে, নতুন কমিটির সহ-সভাপতি আমিনুল ইসলাম বুলবুল হত্যা মামলার আসামী। সহ-সভাপতি শাহরিয়ার কবির বিদ্যুৎ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সহ-সভাপতি বরকত হাওলাদারকে শিক্ষককের গায়ে হাত তোলায় তাকে ঢাবি থেকে আজীবন বহিষ্কার করা হয়। আরেক সহ-সভাপতি পদে তানজিল ভূঁইয়া তানভীরের বয়স ৩০ এর উর্ধ্বে। সহ-সভাপতি আতিকুল রহমান খানের বিরুদ্ধে রয়েছে মাদক ও ইয়াবা সেবনকারী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ। পহেলা বৈশাখী কনসার্টে আগুন দেওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে।
সহসভাপতি মাহমুদুল হাসানের বিরুদ্ধে অভিযোগ তার পরিবার জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। দপ্তর সম্পাদক আহসান হাবীব সাবেক চাকরিজীবী এবং তার বিরুদ্ধে বিশ^বিদ্যালয়ের মল চত্বরে বৈশাখী কনসার্টে আগুন দেওয়ার অভিযোগ আছে।
সহ-সভাপতি সুরঞ্জন ঘোষের বয়স ত্রিশের উর্ধ্বে। সংগঠনটির ২নাং যুগ্ম-সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী ২০১৪-১৫ সেশনে পরীক্ষায় নকলের দায়ে ঢাবি থেকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল। এছাড়া তার বিরুদ্ধে রয়েছে পহেলা বৈশাখী কনসার্টে আগুন দেওয়ার অভিযোগও।
সহ-সভাপতি পদ পাওয়া আরেফিন সিদ্দিকি সুজনকে এক সময় ইয়াবা সেবন ও মাদক রাখার জন্য তাকে হল থেকে বহিষ্কার করা হয়েছিল। সহ-সভাপতি সোহেল রানার বয়স ত্রিশ উর্ধ্বে। তিনি ছাত্রলীগে নিষ্ক্রিয় ছিলেন বলে জানা যায়। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাকিনুল হক চৌধুরী ছোটন বর্তমান কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরীর আপন ছোট ভাই বলে জানা যায়। তিনি ছাত্রলীগে নিষ্ক্রিয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রলীগ

২০ ফেব্রুয়ারি, ২০২৩
১১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ