বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেত্রকোনা জেলার পৃথক পৃথক স্থানে তিনটি দুর্ঘটনায় তিন জন নিহত ও পাঁচ জন আহত হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের হাসনপুর গ্রামের মৃত মশার বাপের ছেলে আব্দুর রহিম ওরফে আবু মিয়া (৬৫) রবিবার রাতে মসজিদে তারাবি নামাজ পড়ে বের হওয়ার পর বাড়ী ফেরার পথে একটি দ্রুত গামী মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে আশংকা জনক অবস্থায় উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রিয়াদ তাকে মৃত ঘোষনা করে।
এদিকে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের অচিন্ত হাজং রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে মোটর সাইকেলযোগে বাজারের দিকে রওনা হয়। পথিমধ্যে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগায় সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
অপরদিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সাকুয়া নামক স্থানে সন্ধ্যা ৭টার দিকে যাত্রীবাহী গেইটলক বাস মহুয়ার সাথে যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ আল মামুন নামক একজন নিহত ও পাঁচ জন আহত হয়েছে। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।