Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুপার মডেল ছেলের সঙ্গে ৮০ বছর বয়সী মায়ের ব্যায়াম!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মে, ২০১৯, ৫:১১ পিএম
অভিনেতা ও মডেল মিলিন্দ সোমানের ফিটনেস নিয়ে সাধারণের বিস্ময়ের সীমা নেই। তার মায়ের ফিটনেস দেখলে আপনার বিস্ময় কোথায় গিয়ে ঠেকে, সেটাই ভাববার বিষয়। ৮০ বছর বয়সে ছেলের সঙ্গে একটানা তাকে ১৬টি বুকডন দিতে দেখা গেছে!
ভারতের প্রথম সুপারমডেল মিলিন্দ টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা গেছে, তার মা শাড়ি পরে সৈকতে ছেলের সঙ্গে পুশআপ করছেন।
মিলিন্দ ক্যাপশনে লিখেছেন, উষা সোমান, আমার মা। ৮০ বছরের তরুণী। প্রতিদিনই তার জন্য মা দিবস।
পুশআপের পর ৫৩ বছর বয়সী মডেল বলেন, এই বার্তা সকল মায়েদের জন্য। নিজের জন্য কিছুটা সময় বের করুন। সেটা পাঁচ কিংবা দশ মিনিটের জন্য হলেও। আমরা সবাই আপনাদের সুপার ফিট দেখতে চাই।
স্কটল্যান্ডে জন্ম নেয়া মিলিন্দ সোমানের বেড়ে ওঠা ভারতে। দেশটিতে সুপার মডেল হিসেবে নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। ফিটনেস সম্পর্কে ছেলেবেলা থেকে তার সচেতনতা তৈরি হয় এই মায়ের জন্য।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুপার মডেল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ