Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

যশোরে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৩ মে, ২০১৯, ২:৩১ পিএম
যশোরে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় ইমতিয়াজ হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।
 
সোমবার সকালে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল বাজারে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত ইমতিয়াজ হোসেন সাতমাইল বাজার এলাকার জুলফিকার আলীর ছেলে ও আবদুল বারী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
 
নিহতের ভাই ইমরান বলেন, সোমবার সকালে ইমতিয়াজ সাতমাইল বাজারের পাশে থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এ সময় যশোর থেকে ঝিনাইদহমুখী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়।
 
হাসপাতালের জরুরি বিভাগের ডা. কল্লোল কুমার সাহা জানান, হাসপাতালে আনার আগেই ছেলেটির মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাকের ধাক্কা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ