বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
র্যাবের হাতে ধর্ষক আটক
দিনাজপুর অফিস দিনাজপুরের বিরল উপজেলার কাজিপাড়া বিলাইমারী গ্রামে ৯ বছর বয়সী শিশুকে ধর্ষনের পলাতক আসামী মোঃ আরিফুল ইসলাম (১৬) কে র্যাব -১৩ এর সিপিসি-১ দস্যরা আটক করেছে।
জানা গেছে গত ৮ মে দরিদ্র ভ্যান চালক মোঃ ছলেমান হোসেন এর ০৯ বছর বয়সী শিশুকন্যাকে প্রতিবেশী মোঃ নওশেদ আলী এর বখাটে পূত্র মোঃ আরিফুল ইসলাম (১৬) প্রলোভন দেখিয়ে পার্শ্বের ভূট্টাক্ষেতে নিয়ে জোড় পূর্বক ধর্ষণ করে। মেয়েটি ব্যাথায় কান্নাকাটি করলে ধর্ষক আরিফুল তাকে ভয়ভীতি দেখায় এবং পার্শ্বেই থাকা নদীর পানিতে চুবায়। ঘটনাটি অপর এক প্রতিবেশী প্রত্যক্ষ করে ভিকটিমকে উদ্ধার পূর্বক তার পরিবারের কাছে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে চিকিৎসার জন্য প্রথমে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মা বাদী হয়ে বিরল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন যার নং ০৭, তারিখ ০৮/০৫/২০১৯ ইং। র্যাবের অব্যাহত নজরদারীর এক পর্যায়ে ১২/০৫/২০১৯ তারিখ সিপিসি-১, র্যাব-১৩, দিনাজপুর এর একটি আভিযানিক দল কর্তৃক নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর জেলার বিরল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ আরিফুলকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।