Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে ধান বোঝাই ট্রাক উল্টে নিহত-২

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৩ মে, ২০১৯, ১০:১৭ এএম | আপডেট : ১২:০৩ পিএম, ১৩ মে, ২০১৯

রাজশাহীর মোহনপুরে সকালে ধান বোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত ও চালকসহ আর দুইজন আহত হয়েছে। সোমবার সকালে নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলার মেডিকেল মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো -কুষ্টিয়ার দৌলতপুর এলাকার পলান সরকারের ছেলে মোহন সরকার (২৮) ও তার চাচাতো ভাই রাশেদ আলী (২৩)। এই ঘটনায় ট্রাক চালক সাগর হোসেনসহ (২০) আরও একজন আহত হয়েছেন। অপরজনের পরিচয় জানা যায়নি।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ধান বোঝাই করে মিনি ট্রাকটি নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। ট্রাকটি মোহনপুর মেডিকেল মোড়ে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোহন ও রাশেদের মৃত্যু হয়।
তারা ট্রাকে থাকা ধানের বস্তার ওপর বসে ছিলেন। তাদের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। আহতদেরও পাঠানো হয়েছে রামেক হাসপাতালে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিনি ট্রাক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ