Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধুর ‘সমস্যায়’ মরগান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মে, ২০১৯, ১২:২৪ এএম

বিশ্বকাপের জন্য ইংল্যান্ড প্রাথমিক দল ঘোষণা করলেও আদতে ১৭ জনের একটি দল নিয়ে চলছে পরীক্ষা। পাকিস্তান সিরিজে সেই ১৭ জনের দল থেকে কেটে ছেঁটে করা হবে ১৫ সদস্যের চূড়ান্ত একটি দল। এই পরিস্থিতিকেই জটিল সমস্যা মনে করছেন ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান।

স¤প্রতি পাকিস্তান সিরিজে ১৭ জনের দল নিয়ে খেলছে ইংলিশরা। সিরিজ শেষ হলে কারো কপাল খুলবে, কারো হবে সর্বনাশ। কয়েকজনকে যে নিরুপায় হয়ে বাদ দিতে হচ্ছে তেমন খবরটি দুঃখের সঙ্গে জানাচ্ছেন মরগান, ‘দুর্ভাগ্যবশত ১৭ জনের দল থেকে বাদ পড়বে। আর এই সিদ্ধান্তটা নিতে গিয়ে জটিল পরিস্থিতির মুখে পড়তে হবে।’

দ্বিতীয় ওয়ানডেতে জায়গা হয়নি আর্চারের। তার বদলে শনিবার খেলেছেন ডেভিড উইলি। বামহাতি এই পেসারের পারফরম্যান্স ছিলো দিনের সেরা। ১০ ওভারে ৫৭ রানে নিয়েছেন ২ উইকেট। যেখানে দুই ইনিংসে ছিলো রানের জোয়ার। তেমন দিনে ওভার প্রতি তার রান ছিলো ৬-এর নিচে। এমনকি ডেথ ওভারেও ছিলেন কার্যকরী। তাতে পাকিস্তানের বিপক্ষে জয়টা ১২ রানে। এই অবস্থায় দলে জায়গা পেতে আর্চারের মতো লড়াইয়ে আছেন উইলিও। মরগানও জানালেন প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থার কথা, ‘ওরা সবাই এখন দলে ঢুকতে একে অপরকে পুশ করছে। ঠিক শেষ তিন বছরে আমাদের ব্যাটিং ইউনিটের মতো।’

সিরিজে সবচেয়ে বেশি ঝুঁকি পূর্ণ অবস্থায় ক্রিস জর্ডান ও টম কারান। তারা কেউ এখনও সিরিজে খেলার সুযোগ পাননি। সেই তুলনায় উইলি ও প্লাঙ্কেটের প্রতি আস্থা মরগানের। তার কথাতেই মিললো তেমন ইঙ্গিত, ‘শেষ চার বছর ধরে ডেভিড উইলি ও লিয়াম প্লাঙ্কেট চাপের মাঝেও ভালো সাড়া দিয়েছে। তাদের যাই করতে বলা হয়েছে ভালো করে করেছে। তবে সে তুলনায় প্রশংসা হয়তো পাচ্ছে না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ