নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশ্বকাপ আরচ্যারি স্টেজ-২ থেকে শূন্য হাতেই ফিরছে বাংলাদেশ আরচ্যারি দল। যদিও লাল-সবুজের তিন আরচ্যার রোমান সানা, তামিমুল ইসলাম ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল রিকার্ভ দলগতে পদকের সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পারেননি তারা। রিকার্ভ দলগতে পুরুষ বিভাগের সেমিফাইনালে উঠলেও তুরস্কের কাছে হেরে ব্রোঞ্জের জন্য লড়তে হয় বাংলাদেশকে। সেখানেও ব্যর্থ লাল-সবুজের আরচ্যাররা। গতকাল চীনের সাংহাইয়ে বাংলাদেশের তীরন্দাজরা স্থান নির্ধারণী ম্যাচে হেরে গেছে। দক্ষিণ কোরিয়া ৬-২ সেট পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে তৃতীয়স্থান পেয়ে আসর শেষ করে। আর বাংলাদেশ শূন্য হাতেই দেশে ফিরছে। রিকার্ভ দলগতে পুরুষ বিভাগে বাংলাদেশ ৫-২ সেট পয়েন্টে ভারতকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল। তার আগে বাংলাদেশের এই তিন আরচ্যার হারিয়েছেন ৫-৩ সেট পয়েন্টে নেদারল্যান্ডসকে এবং ৫-৪ সেট পয়েন্টে বেলজিয়ামকে। প্রতিযোগিতার খেলা শেষে আজ রাত ১১টা ২০ মিনিটে চীন থেকে দেশে ফিরে আসবেন লাল-সবুজের তীরন্দাজরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।