নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ব্রাইটন অ্যান্ড হোব অ্যালবিওয়েনের অ্যামেক্স স্টেডিয়ামে ক্ষণিকের জন্য ম্যানচেস্টার সিটি সমর্থকদের মনে নেমে এলো রাজ্যের বিষন্নতা। গায়ের কার্টিগান খুলে ছুঁড়ে ফেলে দিলেন পেপ গার্দিওলা। সিটিজেরদের চমকে দিয়ে এগিয়ে গেছে ব্রাইটন। ওদিকে অ্যানফিল্ডে সাদিও মানের গোলে তখন এগিয়ে লিভারপুল। কিছু সময়ের জন্য প্রিমিয়ার লিগে ফিরে এলো ২০১১/১২ মৌসুমের স্মৃতি। সিটি সমর্থকদের এই উদ্বেগ স্থায়ী হলো মাত্র ৮৩ সেকেন্ড। শেষ পর্যন্ত ৪-১ গোলের সহজ জয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জিতে নিলো ম্যানচেস্টার সিটি।
জিতলেই শিরোপা ধরে রাখা নিশ্চিত হবে-এমন হিসাবের সামনে দাঁড়িয়ে রোববার ম্যাচের ২৭তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে গ্লেন মারের হেড সিটির জাল খুঁজে নেয়। আর তাতেই ২৮ বছর পর শিরোপা ঘরের তোলার সম্ভবনা উজ্বল হয় লিভারপুলের। কিন্তু না, ইয়ুর্গুন ক্লপের দলকে সেই সুযোগ দেননি আগুয়েরো-মাহরেজরা। ঘরের মাঠে মানের জোড়া গোলে উলভারহাম্পটনকে লিভারপুল ২-০ গোলে হারিয়েছে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত তাদের মাঠ ছাড়তে হয়েছে আরো একটি শিরোপাশূন্য লিগ মৌসুমের হতাশা নিয়ে।
সেবার যোগ করা সময়ে কিউপিআরের বিপক্ষে সার্জিও আগুয়েরোর গোলে শিরোপা জিতেছিল সিটি। এবার পিছিয়ে পড়ার পরের মিনিটেই দারুণ গোলে সিটিকে সমতায় ফেরান আর্জেন্টাইন তারকা। চলতি লিগে এটি তার ২১তম গোল। ২২ গোল নিয়ে যৌথভাবে আসরের সর্বোচ্চ গোলদাতা লিভারপুলের মোহাম্মাদ সালাহ, আর্সেনালের পিয়েরে এমরিক আবেমেয়াং ও লিভারপুলের আরেক ফরোয়ার্ড সাদিও মানে।
আগুয়েরোর গোলের পর আর পিছনে ফিরে তাঁকাতে হয়নি আকাশী-নীলদের। লাপার্তোর দোলে ২-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় তারা, দ্বিতীয়ার্ধে রিয়াজ মাহরেজ ও ইকার গন্ডোয়ানের গোল বড় জয়ে শিরোপা নিশ্চিত করে। ইংলিশ শীর্ষ লিগে এটি তাদের ষষ্ঠ শিরোপা, শেষ আট মৌসুমে চতুর্থ।
এ নিয়ে টানা ১৪ ও সব মিলে ৩২ জয়ে ২০১৮-১৯ মৌসুম শেষ করল পেপ গার্দিওলার দল। সমসংখ্যক জয়ে গত মৌসুম শেষ করেছিল তারা। তবে সেবার তারা অর্জন করেছিল লিগ ইতিহাসের প্রথম দল হিসেবে ১০০ পয়েন্ট। এবার দুই পয়েন্টের জন্য সেই মাইলফলক স্পর্শ করা হয়নি। লিভারপুলের পয়েন্ট এক কম, ৯৭। লিগ ইতিহাসে এই প্রথম কোনো দল এত পয়েন্ট নিয়েও শিরোপা জিততে পারল না।
শেষ রাইন্ডের ম্যাচগুলো হয়েছে একই সময়ে। ঘরের মাঠে রোমাঞ্চকর গোল পাল্টা গোলের ম্যাচে এভারটনের সঙ্গে ২-২ ড্র করেছে টটেনহাম হটস্পার। চেলসিও লেস্টার সিটির মাঠে গোলশূন্য ড্র করায় পয়েন্ট তালিকার শীর্ষ চারে কোনো পরিবর্তন আসেনি। ৭২ পয়েন্ট নিয়ে তিনে চেলসি, ৭১ পয়েন্ট নিয়ে চারে থেকে মৌসুম শেষ করল স্পার্সরা।
তবে শেষটা ভালো হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। লিগ থেকে আগেই অবনমন নিশ্চিত হওয়া কার্ডিফ সিটির কাছে ঘরের মাঠে ২-০ গোলে হেরেছে ‘রেড ডেভিলস’ খ্যাত দলটি। ১৯৬০ সালের পর এই প্রথম ইউনাইটডেকে হারালো কার্ডিফ। ১৯ জয়ে মাত্র ৬৬ পয়েন্ট নিয়ে ছয়ে থেকে লিগ শেষ করল ম্যান ইউ। ইউরোপিয়ান প্রতিযোগিতায় তাদের খেলতে হবে ইউরোপা লিগের কোয়ালিফাইং রাউন্ড। ৭০ পয়েন্ট নিয়ে পাঁচে থাকা আর্সেনাল সরাসরি খেলবে ইউরোপা লিগে।
১৮ মে এফএ কাপের ফাইনালে ওয়াটফোর্ডকে হারাতে পারলে ঘরোয়া ট্রেবল জিতবে গার্দিওলার সিটি।
শেষ রাউন্ডের ফল
ব্রাইটন ১-৪ ম্যান সিটি
বার্নলি ১-৩ আর্সেনাল
ক্রিস্টাল প্যালেস ৫-৩ বোর্নমাউথ
ফুলহাম ০-৪ নিউক্যাসল
লেস্টার ০-০ চেলসি
লিভারপুল ২-০ উলভস
ম্যান ইউ ০-২ কার্ডিফ
সাউদাম্পটন ১-১ হার্ডসফিল্ড
টটেনহাম ২-২ এভারটন
ওয়াটফোর্ড ১-৪ ওয়েস্ট হ্যাম
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।