Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সার্ক ফিল্ম ফেস্টিভ্যালে নেকাব্বরের মহাপ্রয়াণ

প্রকাশের সময় : ২৮ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: সার্ক ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৬ তে যাচ্ছে বাংলাদেশের সিনেমা নেকাব্বরের মহাপ্রয়াণ। শ্রীলংকার কলম্বোতে আগামী ১ থেকে ৬ জুন পর্যন্ত চলবে এ উৎসব। মাসুদ পথিক পরিচালিত সিনেমাটি দেখানো হবে ২ জুন। উৎসবে অংশগ্রহণের আনুষ্ঠানিক চিঠি পান পরিচালক মাসুদ পথিক। উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, আমার জন্য এটা আনন্দের সংবাদ। বাংলাদেশ থেকে এ বছর আমার সিনেমাটিই অংশ নিচ্ছে। সিনেমাটি দেখে উৎসবে আসা দর্শক মুগ্ধ হবেন বলেই আমার বিশ্বাস। মাসুদ পথিক জানান, এটি ছাড়াও আগামী ৪ জুন কলকাতায় নজরুল মঞ্চে আয়োজিত টেলিসিনে অ্যাওয়ার্ড ২০১৬–তে একটি বিশেষ পুরস্কার পাচ্ছেন তিনি। উল্লেখ্য, নেকাব্বরের মহাপ্রয়াণ ২০১৪ সালের সেরা ছবি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সার্ক ফিল্ম ফেস্টিভ্যালে নেকাব্বরের মহাপ্রয়াণ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ