Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কপ্টার সারাতে সাহায্য

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ মে, ২০১৯, ১২:০৫ এএম

লোকসভা নির্বাচনের প্রচারে অত্যন্ত ব্যস্ত রয়েছেন ভারতের প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের প্রধান রাহুল গান্ধী। প্রচারের কাজে দেশের বিভিন্ন প্রান্তে চষে বেড়াচ্ছেন তিনি। শুক্রবার তিনি গিয়েছিলেন হিমাচল প্রদেশের এক নির্বাচনী জনসভায়। কিন্তু সেখানে গিয়ে সমস্যায় পড়লেন। যে হেলিকপ্টারে করে তিনি গিয়েছিলেন তাতে যান্ত্রিক গোলযোগ দেখা যায়।
রাহুলের হেলিকপ্টারের দরজার রাবার বাইরের দিকে চলে এসেছিল। ফলে দরজা বন্ধ করা যাচ্ছিল না। সেই সময় তা সারিয়ে তুলছিলেন পাইলট। সেটি মেরামত করতে পাইলটকে সাহায্য করেন তিনি। হেলিকপ্টার সারাতে রাহুলের হাত লাগানোর ভিডিয়ো নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছে কংগ্রেস। তারপরই ভাইরাল হয়েছে সেটি।
কপ্টার সারাতে সাহায্য করার সেই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও পোস্ট করেছেন রাহুল। পোস্ট করে তিনি লিখেছেন, ‘দলের সবাইকে একসঙ্গে কাজে হাত লাগাতে হয়। হিমাচল প্রদেশের উনায় আমাদের হেলিকপ্টারে সমস্যা হয়। সবাই মিলে একসঙ্গে সেই সমস্যা মিটিয়ে নিয়েছি।’ সূত্র: এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ