Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নুসরাত সুন্দরী, আমি সুন্দর নই : মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মে, ২০১৯, ১২:০৫ এএম

নুসরাত জহানের সঙ্গে নিজের তফাৎ একটাই বলে জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, ‘ও দেখতে সুন্দর, আমি দেখতে সুন্দর নই।’ শনিবার পশ্চিমবঙ্গের হাসনাবাদের প্রচারসভায় বসিরহাট কেন্দ্রের প্রার্থী নুসরাতকে সঙ্গে নিয়ে বক্তৃতা দিচ্ছিলেন মমতা। সেখানেই তিনি বলেন, নুসরাত আমাদের ঘরের মেয়ে। আমি হিন্দু, নুসরাত মুসলমান। আমাদের মধ্যে কোনও পার্থক্য নেই। ওরও যা রক্ত, আমারও তাই রক্ত। ওরও দুটো চোখ, আমারও দুটো চোখ। তিনি আরো বলেন, ওরও দুটো পা, আমারও দুটো পা। ওরও দুটো হাত, আমারও দুটো হাত। ওরও দুটো কিডনি, আমারও দুটো কিডনি। ওরও একটা লিভার, আমারও একটা লিভার। একটাই পার্থক্য। ও দেখতে সুন্দর, আমি দেখতে সুন্দর নই। শোনামাত্র নুসরাত নিজে হেসে ফেলেন। হাসতে থাকেন সমর্থকরাও। সেসময় মমতাও হাসেন। হেসে বলেন, আরে একটু হাসাতেও তো হয়, না! সব সময় গম্ভীর থাকলে কি হয়? ভারতে লোকসভা নির্বাচনের ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ চলছে। বাকি রয়েছে মাত্র আরেক ধাপ। এরপর ২৩ মে ভোট গণনা শেষে ফল প্রকাশ করা হবে। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ