মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হংকংয়ের পার্লামেন্টে আইনপ্রণেতাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সন্দেহভাজন আসামিকে বিচারের জন্য চীনে পাঠানোর বিষয়ে একটি আইন পাসের প্রস্তাব নিয়ে শনিবার এ মারামারির ঘটনা ঘটেছে। বিবিসি জানিয়েছে, কয়েকজন আইনপ্রণেতা আহত হয়েছেন এবং এদের মধ্যে একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। সমালোচকদের বিশ্বাস, প্রস্তাবিত এই পরিকল্পনা পাস হলে হংকংয়েল স্বাধীনতা খর্ব হবে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এক সন্দেহভাজন হত্যাকারীকে তাইওয়ানের কাছ সমর্পনের জন্য আইনের এই পরিবর্তন প্রয়োজন। ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতির আলোকে হংকংয়ে মূল ভূখন্ড চীনের থেকে পৃথক বিচারব্যবস্থা বিদ্যমান। ১৯৯৭ সালে প্রাক্তন ব্রিটিশ কলোনিটিকে ‘পররাষ্ট্র ও প্রতিরক্ষা ছাড়া অন্যান্য ক্ষেত্রে সর্বোচ্চ স্বায়ত্তশাসন’ দেওয়ার শর্তে ৫০ বছরের জন্য নিজেদের শাসনাধীনে পায় চীন। বেইজিং সমর্থক নেতা ক্যারি ল্যাম চলতি বছর মামলা অনুযায়ী, অপরাধীদের তাইওয়ান, ম্যাকাও ও চীনে ফেরত পাঠানোর একটি আইন পাসের পরিকল্পনার কথা ঘোষণা করেন। এরপর থেকেই এর বিরোধিতা করে আসছে গনতন্ত্র পন্থীরা। গত মাসে এই আইন পাসের প্রতিবাদে ২০১৪ সালের হলুদ ছাতা আন্দেলনের পর সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।