মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গুয়াদারে একটি পাঁচ তারকা হোটেলে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বন্দুকধারীদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর গুলি বিনিময় চলছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গুয়াদার থানার কর্মকর্তা আসলাম বাংগুলজাই জানান, পার্ল কন্টিনেন্টাল হোটেলে বিকাল ৪টা ৫০ মিনিটে ৩ থেকে ৪ জন বন্দুকধারী হামলা চালায়। গোলাগুলি চলছে তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পুলিশ কর্মকর্তা আরও জানান, হোটেলটিতে কোনো বিদেশি নাগরিক অবস্থান করছেন না। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, অ্যান্টি টেরোরিজম ফোর্স ও সেনারা উপস্থিত রয়েছে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহসিন হাসান বাট জানান, দুই থেকে তিন বন্দুকধারী গুলি শুরু করে এবং তারা হোটেলে প্রবেশ করেছে। আইজিপিও জানান, হামলার সময় হোটেলটিতে কোনো বিদেশি নাগরিক ছিলেন না। যারা ছিলেন তারা সবাই হোটেলের কর্মী। সেখানে অবস্থানরত ৯৫ শতাংশ মানুষকে বের করে আনা হয়েছে। বাট জানান, হামলাকারীরা হয়ত নৌকায় এসেছে।
পুলিশ সূত্রকে উদ্ধৃত করে ডন জানিয়েছে, সেনাবাহিনীর ফ্রন্টিয়ার কর্পস সদস্যরা হোটেলটি ঘিরে রেখেছে এবং কাউকে কাছাকাছি যেতে দেয়া হচ্ছে না।
গুয়াদারের ওরমারাতে বন্দুকধারীর হামলায় নৌবাহিনী, বিমানবাহিনী ও কোস্টগার্ডের ১১ সদস্যসহ ১৪ জন নিহতের মাত্র কয়েক সপ্তাহের মধ্যে পাঁচ তারকা হোটেলে বন্দুকধারীর এই হামলা ঘটলো। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী জাম কামাল খান আলিয়ানি পিসি হোটেলে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন এবং কর্তৃপক্ষকে হোটেলের ভেতরে থাকা সবার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। সূত্র : ডন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।