Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পানিতে ডুবে নিহত দুই শিশু

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১২ মে, ২০১৯, ১২:০৪ এএম

পটুয়াখালীর কলাপাড়ার লালুয়ার পশরবুনিয়া এলাকায় পানিতে ডুবে ফাতেমা (৭) ও শাহনাজ (৮) নামে দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত অপর শিশু মিমকে (৫) গুরুতর অসুস্থ অবস্থায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটেছে।
পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পশরবুনিয়া এলাকার ফজলু গাজীর কন্যা ফাতেমা, শাহা ফকিরের কন্যা শাহনাজ ও ওসমান শরীফের কন্যা মিম বাড়ির পাশের নতুন পুকুর পাড়ে খেলছিল। ধারণা করা হচ্ছে খেলার সময় তারা সবাই পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় স্বজনরা শিশুদের দেখতে না পেয়ে খোজাখুজি শুরু করে। এ সময় পুকুর থেকে প্রথমে মিমকে এবং পরে ফাতেমা ও শাহনাজকে উদ্ধার করা হয়। দ্রুত তাদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাতেমা ও শাহনাজকে মৃত ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পানিতে ডুবে নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ