যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
আরব আমিরাতের আবুধাবিতে বিশ্বসেরা স্থাপত্য শিল্প ও দৃষ্টিনন্দন সর্বাধুনিক প্রযুক্তির অনন্য সমন্বয় বিখ্যাত শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে রমজানের প্রথম জুমায় মুসল্লিদের ঢল নামে। এদিন ৩০ থেকে ৩৫ হাজার মুসল্লির উপস্থিতি ঘটে বিখ্যাত এ মসজিদটিতে। অপরদিকে প্রতি রমজানের মতো এবারও এ মসজিদটিতে রোজাদারদের সম্মানে মাসব্যাপী বিশাল ইফতার আয়োজন করা হয়েছে। ইফতারে পরিবেশন করা হয় বিরিয়ানি, কারি, পানি, এনার্জি ড্রিঙ্ক, আপেল, খেজুর, জুস, লেবেনআপ ও সালাদসহ স্বাস্থ্যসম্মত উন্নতমানের নানা রকম খাবারসমৃদ্ধ বক্স। বিশাল এ আয়োজনে সুশৃঙ্খল পরিবেশন অবাক করার মতো। প্রতিদিন এ মসজিদে ইফতারে শরীক হন ২০ সহস্রাধিক রোজাদার। শুক্রবার ইফতারে এ সংখ্যা ২৫ থেকে ৩০ হাজারে এসে দাঁড়ায় বলে জানা গেছে। বিখ্যাত এ মসজিদটিতে ইফতার করার জন্য আসরের নামাজের পর থেকে উপস্থিত হতে থাকেন দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিরা। আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল-নাহিয়ানের বিশেষ ফান্ড থেকে এ আয়োজন করা হয় বলে জানা যায়।
প্রসঙ্গত উল্লেখ্য, দৃষ্টিনন্দন সর্বাধুনিক প্রযুক্তির বিখ্যাত এ মসজিদটিতে রয়েছে প্রায় ৪০ হাজার মুসল্লির এক সাথে নামাজ আদায়ের সুব্যবস্থা। এছাড়া প্রতি রমজানের মতো এবারও সরকারি ও বেসরকারিভাবে দেশটির বিভিন্ন প্রদেশের পাড়া-মহল্লায়, লেবার ক্যাম্প ও পেট্রোল পাম্পের পাশে, রাস্তার মোড়ে কিংবা বড় বড় মসজিদের পাশে তাঁবু টাঙিয়ে ৩-৪শ’ আবার কোথাও ৫-৬শ’ লোকের আয়োজনে বিশাল প্যান্ডেল বানিয়ে ব্যাপকভাবে ইফতারের আয়োজন করা হয়। এ যেন আল্লাহর সান্নিধ্য লাভে সিয়াম সাধনায় লিপ্ত সংযমী মানুষদের প্রতি আরবদের অপার শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।