Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পাকিস্তান থেকে আগত বিমানকে অবতরণে বাধ্য করেছে ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০১৯, ১২:০৪ এএম

পাকিস্তান থেকে আসা জর্জিয়ার একটি বিমানকে জরুরি অবতরণে বাধ্য করেছে ভারতীয় বিমানবাহিনী। করাচি থেকে দিল্লি যাওয়ার পথে নির্দিষ্ট আকাশসীমা থেকে সরে যাওয়ায় শুক্রবার জয়পুর বিমানবন্দরে বিমানটিকে নামানো হয়। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, জর্জিয়ার পণ্যবাহী বিমান এএন-১২ শুক্রবার বেলা সোয়া ৩টার দিকে ভারতের নির্ধারিত আকাশপথ লঙ্ঘন করে উত্তর গুজরাটে ঢুকে পড়ে। নির্ধারিত পথ ছেড়ে অন্য পথে ঢুকে পড়ায় বিমানটিকে জরুরি অবতরণে বাধ্য করে ভারতের যুদ্ধবিমান। জর্জিয়ার রাজধানী টিবিলিসি থেকে করাচি হয়ে বিমানটি ভারতের নয়াদিল্লি যাচ্ছিল। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘এয়ার ট্রাফিক সার্ভিসের নির্দিষ্ট পথে বিমানটি উড়ছিল না। ভারত থেকে পাঠানো রেডিও সিগনালের জবাবও দেয়নি বিমানটি। ওই এলাকা দিয়ে বিমান চলাচলে নিষেধাজ্ঞার কারণে বিমানটি অন্য পথ দিয়ে ভারতে ঢুকে পড়ে।’ এর পর ভারতীয় বিমানবাহিনীর বিমান জর্জিয়ার ওই বিমানটির সামনে গিয়ে চ্যালেঞ্জ জানালে উত্তর আসে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ