Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সবচেয়ে দ্রুত গতির ট্রেনের যাত্রা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ মে, ২০১৯, ১২:০৪ এএম

ভ্রমণের ক্ষেত্রে অব্যহত বৈপ্লবিক পরিবর্তনের অংশ হিসেবে সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন বুলেট ট্রেনের পরীক্ষামূলক যাত্রা শুরু করেছে জাপান। ঘণ্টায় ৪০০ কিলোমিটার গতিসম্পন্ন ট্রেনটি ২০৩০ সাল নাগাদ যাত্রী পরিবহন শুরু করতে পারবে বলে মনে করা হচ্ছে। চীনা ফাক্সিং ট্রেন বর্তমানে বিশ্বের সবথেকে দ্রুতগতির ট্রেন হিসেবে বিবেচিত। চীনের ফাক্সিং ট্রেন ঘণ্টায় ৩৫০ কিলোমিটার বেগে চলতে সক্ষম। শুক্রবার সিনকানসেন ট্রেনের আলফা-এক্স সংস্করণটির তিন বছর মেয়াদী পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ঘণ্টায় ৪০০ কিলোমিটার বেগে ছুটতে সক্ষম ট্রেনটি পুরোদমে চলতে শুরু করবে ২০৩০ সাল নাগাদ। আর শুক্রবার থেকে শুরু হওয়া এর পরীক্ষামূলক চালনা চলবে আরও তিন বছর। শিনকানসেন বুলেট ট্রেনের আলফা-এক্স প্রযুক্তির এ ট্রেন ঘণ্টায় ৪০০ কিলোমিটার বেগে চলতে সক্ষম হলেও, বাস্তবে এটি তার পূর্ণ সক্ষমতা কাজে লাগাবে না। পুরোদমে চালু হওয়ার পর এটি ঘণ্টায় ৩৬০ কিলোমিটার বেগে ছুটবে, যা নিঃসন্দেহে একে বিশ্বের দ্রুততম ট্রেনে পরিণত করবে। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ