Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

কয়লাখনিতে সন্ত্রাসী হামলায় নিহত ৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০১৯, ১২:০৪ এএম

পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বালুচিস্তান প্রদেশের একটি কয়লা খনিতে সন্ত্রীদের গুলি ও বোমা হামলায় ৫ জন নিহত হয়েছে। জাতিগত বালুচ বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতায় অশান্ত প্রদেশটিতে এটা এ ধরনের সর্বশেষ ঘটনা। প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে ৭০ কিলোমিটার দূরে হারনাই জেলার একটি কয়লা খনিতে বৃহস্পতিবার সশস্ত্র ব্যক্তিরা হামলা চালায়। এতে দুই খনি শ্রমিক, দুই নিরাপত্তা সদস্য ও এক গাড়ি চালক নিহত হয়। পুলিশের ডেপুটি কমিশনার আজিম দুম্মার বলেন, অজ্ঞাত বন্দুকধারীরা প্রথমে খনিতে কর্মরত দুই শ্রমিককে গুলি করে হত্যা করে। নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালায়। এসময় ফ্রন্টিয়ার কোরের একটি গাড়ি ঘটনাস্থলে পৌছানোর চেষ্টা করে। কিন্তু পথে গাড়িটি ল্যান্ড মাইনে আঘাত করলে এফসির এক সদস্য আহত হয়। হামলার এক ঘন্টা পর বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) এর দায় স্বীকার করে। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ