Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কাকাপো টিয়াপাখির ব্রেন সার্জারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০১৯, ১২:০৪ এএম

নিউ জিল্যান্ডে বিপন্নপ্রায় কাকাপো টিয়া পাখির একটি ছানার মস্তিষ্কে বিশ্বে প্রথমবারের মতো অস্ত্রোপচার করেছেন দেশটির পশু চিকিৎসকরা। বিপন্ন প্রজাতিটি রক্ষায় এই ব্রেন সার্জারির উদ্যোগ নিয়েছেন তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। বর্তমানে দুনিয়াজুড়ে মাত্র ১৪৭টি প্রাপ্তবয়স্ক কাকাপো টিয়া রয়েছে। নিউ জিল্যান্ডে ইতোমধ্যেই এই প্রজাতির সংখ্যা বৃদ্ধির জন্য এটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্য যে কোনও রাষ্ট্রের তুলনায় দেশটিতে অনেক বিপন্ন পাখি রয়েছে। কয়েকশ বছর আগে কাকাপো টিয়া ছিল নিউজিল্যান্ডের সবচেয়ে সাধারণ পাখিগুলির মধ্যে একটি। কিন্তু সময়ের বিবর্তনে শিকার, অন্য কীটপতঙ্গের হাতে প্রাণহানি এবং তাদের বসবাসের স্থান হিসেবে ব্যবহৃত বনগুলো বেহাত হওয়ার পর বিপন্ন হয়ে পড়েছে এই প্রজাতি। অথচ এটি বিশ্বের সর্ববৃহৎ আকারের টিয়া পাখি। তবে এটি উড়তে পারে না। এখন নিউ জিল্যান্ডে যে কাকাপো টিয়াটিকে রক্ষার চেষ্টা করা হচ্ছে সেটির বয়স মাত্র ৫৬ দিন। এর নাম দেওয়া হয়েছে ইস্পি-১বি। পাখিটির জন্ম হয় অস্বাভাবিক খুলি নিয়ে, যা তার জীবনকেই হুমকিতে ফেলে দিয়েছিল। আর তাই বাঁচানোর প্রচেষ্টার অংশ হিসেবে মানুষ ও স্তন্যপায়ী প্রাণীদের ওপর ব্যবহৃত অস্ত্রোপচার কৌশলগুলো গ্রহণ করা হয়েছিল। সার্জনদের একটি বিশেষ দলকে একত্রিত করা হয়েছিল। ওয়াইল্ডবেস হাসপাতালের পরিচালক অধ্যাপক ব্রেট গারটেল বলেন, এ ধরনের অস্ত্রোপচার দুনিয়ায় এটিই প্রথম। ইতোপূর্বে কখনও পাখিদের ওপর এমনটা করা হয়নি। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ