মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইস্টার সানডে’র দিনে শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার পর দেশটিতে বেড়েছে মুসলমানদের হয়রানি করার ঘটনা। এসব বিদ্বেষী ঘটনার বিষয়ের রিপোর্ট করতে মুসলমানদের জন্য একটি হটলাইন চালু করেছে শ্রীলঙ্কা সরকার। হামলার পর থেকে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ও সহিংসতার বিষয়ে প্রতিদিন শত শত রিপোর্ট পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে ওই মুখপাত্র জানিয়েছেন, নারীদের হিজাব ও বোরকা নিয়েই বেশি করে ঘৃণা ও সহিংসতার ঘটনার রিপোর্ট পাচ্ছেন তারা। শ্রীলঙ্কার মুসলমানদের সংগঠন অল সাইলন জমিয়াতুল উলামা (এসিজেইউ)-এর প্রেসিডেন্ট মুফতি মোহাম্মদ রিজভি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে মুষ্টিমেয় ব্যক্তি বিশেষের হয়রানি ও নিপীড়নমূলক কর্মাকান্ডের লক্ষ্যবস্তু হচ্ছে মুসলমান স¤প্রদায়’। এসিজেইউ-এর এক মুখপাত্র বলেন, এখন মারাত্মক মুসলিমবিদ্বেষী নিপীড়ন চলছে। সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ ধর্মাবলম্বীদের দেশ শ্রীলঙ্কার দশ শতাংশ জনগোষ্ঠী মুসলিম ধর্মাবলম্বী। টেলিগ্রাফ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।