Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আমাদের আচরণের উন্নয়ন ঘটাতে হবে- নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম,পি

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ মে, ২০১৯, ৬:৩৫ পিএম

বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম,পি বলেছেন, শুধু একাডেমিক ভবনের উন্নয়ন নয়। আমাদের আচরণের উন্নয়ন ঘটাতে হবে। আমাদের আচরণগত উন্নয়ন ঘটলে টেকসই ও মজবুত উন্নয়ন ঘটবে। এখন প্রতিটি উপজেলায় একটি কলেজ ও একটি মাধ্যমিক বিদ্যালয় সরকারী করণের কাজ চলছে। সরকার যে ভাবে শিক্ষার উন্নয়নে কাজ করছে, এক সময় হয়তো প্রাথমিক বিদ্যালয়েরমত দেশের প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় সরকারী করা হবে। শনিবার বিকালে দিনাজপুরের বিরল উপজেলার ধুকুরঝাড়ী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন (নূরুল ইসলাম ভবন) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম। অনুষ্ঠানের পরে প্রধান অতিথি প্রতিমন্ত্রী খালিদ তেঘরা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর, বিরল কোর্ট বিল্ডিং চত্বরের ১৩ কোটি টাকা ব্যায়ে নির্মিত উপজেলা মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্তর উদ্ধোধন অনুষ্ঠানে বক্তব্য দান ও উপজেলা আওয়ামীলীগ আয়োজিত ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন। এছাড়াও তিনি বিভিন্ন পাকা রাস্তার ভিত্তি প্রস্তরের শুভ উদ্ধোধন করেন।

 



 

Show all comments
  • Ivan ১১ মে, ২০১৯, ১১:৩১ পিএম says : 0
    আওয়ামী লীগারদের আচরণের উন্নয়ন ঘটানোর দরকার সবার আগে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ