বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাগুরা জেলায় কর্মজীবী মানুষের কাজের অভাব আর এ কারণে ভীড় করছে জেলার বিভিন্ন মানুষ বিক্রির হাটে। বর্তমানে ধান কাটার মৌসুমে মাঠে পাকা ধান রয়েছে কাটার অপেক্ষায়। এ কারণে শ্রমিকের চাহিদা রয়েছে কৃষকদের কাছে। আবার কর্মজীবী দিন মজুরদের কাজের প্রয়োজন। এজন্য হাটে ভীড় করছে কৃষকরা আবার কর্মের প্রয়োজনে ভীড় করছে কর্মজীবী মানুষ জেলার বিভিন্ন মানুষ বিক্রির হাটে। কৃষকরা পড়েছে বিপাকে ১ টি শ্রমিক এর মূল্য ৭- ৮ শ টাকার নিচে পাওয়া যাচ্ছেনা। মাগুরার হাট, লাঙ্গলবাঁধ হাট, আড়পাড়া হাট, বেথুলিয়া হাট, আলোকদিয়া , কাটাখালী, আলমখালী হাটে মানূষ কিক্রির হাটে ভীড় করছে এসব দিন মজুররা বিক্রির জন্য। ৬০ বছর থেকে ১৩ বছর বয়সের দিন মজুরদেও দেখা যাচ্ছে বেশী। আলোকদিয়া হাটে রবীন নামে ১৩ বছর বয়সের এক কিশোর বিক্রির জন্য এসেছে। তাকে জিঙ্গেস করলে সে জানায়, সংসারে বিধবা মা দুটি বোন রয়েছে তাদের ভরণ পোষনের জন্য তাকে কর্মের পথ বেছে নিতে হয়েছে।সে জানায়, ছোট বলে কেউ কিনতে চায়না।অল্প দামে বিক্রি হতে হয়। আলমখালী হাটে উপস্থিত ৬০ বছরের বৃদ্ধ সিরাজ মিয়া জানায়, ছেলেরা যার যার মত সংসার পেতে নিয়েছে । আমাদের ভরণ পোষনের সময় তাদের নেই।তাই বৃদ্ধ বয়সে বাড়ি থেকে বের হয়ে বিক্রির জন্য হাটে হাটে ঘুরতে হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।