Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কখন কী করতে হয় জানে স্মিথ-ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০১৯, ১২:০১ এএম


 ২০১৫ বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত অস্ট্রেলিয়া ক্রিকেট দল যতটা ধারাবাহিক, ঠিক ততটাই অধরাবাহিক। এই সময়ে ৭৬ ওয়ানডেতে ৩৭ জয়ের পাশাপাশি অসিরা হেরেছে ৩৬টি। ৩ ম্যাচে কোনো ফল হয়নি।

২০১৫ সালে বিশ্বকাপ জয়ের পর একাধিক পরিবর্তন ও বিভিন্ন বিতর্কের জন্ম দেওয়ায় সীমিত পরিসরে অস্ট্রেলিয়ার পারফরম্যান্সে বড় ধরনের প্রভাব পড়েছে। বিশেষ করে বল টেম্পারিং কাÐে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার জড়ানোর পর অস্ট্রেলিয়ার পারফরম্যান্সে রীতিমতো ধস নামে। যদিও শেষ ছয় মাসে অ্যারন ফিঞ্চের নেতৃত্বে কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে তারা।

ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ এবং সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তারা। বিশ্বকাপের আগে আবার দলে ফিরেছেন স্মিথ ও ওয়ার্নার। ইতিবাচক এ দিকগুলোই পুরো দলের উৎসাহ ফিরিয়ে এনেছে। অধিনায়ক ফিঞ্চের বিশ্বাস, আত্মবিশ্বাসের পাশাপাশি অভিজ্ঞদের অভিজ্ঞতা নিয়েই অস্ট্রেলিয়া বিশ্বকাপ অভিযানে যাচ্ছে, ‘আমি মনে করি অভিজ্ঞদের বিশ্বকাপ স্কোয়াডে থাকা অনেক উপকারে আসবে। কারণ তারা জানে বিশ্বকাপ জয়ের জন্য কী করা লাগবে। কীভাবে পুরোটা সময় কাজে লাগানো লাগবে। এটা ছাড়া আসলেই সিদ্ধান্তগুলো কঠিন হয়ে যায়। আপনাকে অবশ্যই আপনার নিজের জায়গায় শতভাগ দিতে হবে। আপনার প্রতিপক্ষ কাউকেই আপনি অবহেলা করতে পারবেন না।’

২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে থাকা ছয়জন ক্রিকেটার এবার ইংল্যান্ড বিশ্বকাপে খেলবেন। ফিঞ্চসহ রয়েছেন ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, গেøন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্স। এই ছয় ক্রিকেটারের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় অস্ট্রেলিয়া, ‘ছয়জন যারা বিশ্বকাপে এর আগে খেলেছে তারা নতুনদের উদ্ধুদ্ধ করতে পারবে। বিশ্বকাপের মঞ্চে কীভাবে নিজেকে সাজাতে হবে, গোছাতে হবে, তা যদি একটুও নতুনরা বুঝতে পারে সেটা হবে অনেক উপকারী। আপনি যখন অনেক কথা বলবেন এবং মাঠে সেরকম কিছু হবে, তখন আপনি একধাপ এগিয়ে থাকবেন। এ দলের সবচেয়ে ভালো দিক হচ্ছে সবাই ঐক্যবদ্ধ হয়ে আছে এবং মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। এটা আমাদের জীবনের সেরা সময় এবং বিশ্বকাপ এজন্যই অনন্য’- বলেছেন ফিঞ্চ।

স্মিথ ও ওয়ার্নার ফেরায় উসমান খাজাকে ব্যাটিং করতে হবে লেট অর্ডারে। ওপেনিংয়ে থাকবেন ফিঞ্চ ও ওয়ার্নার। তিনে স্মিথ। চারে খাজা। স্মিথ ও ওয়ার্নার ফিরে আসায় খুশি ফিঞ্চ, ‘তারা দুজন এ মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। তারা যথেষ্ট মূল্যবান। তারা আমাদের সেরা খেলোয়াড়। কোনো চিন্তা না করেই বলা যায় তাদের পেয়ে আমরা খুশি। সামনে আমাদের গুরুত্বপূর্ণ সময় আসছে। সুযোগ আসছে বড় কিছু পাওয়ার। আমরা সেই পথেই এগিয়ে যাচ্ছি।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ