মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ছুটির দিনে সড়কে নিভে গেল ৮ প্রাণ। আহত হয়েছেন ১০ জন।আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন। নিহতের মধ্যে কুষ্টিয়া ও সিরাজগঞ্জে ২জন করে, নান্দাইল, পটিয়া, মির্জাপুর এবং রংপুরে একজন করে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে এ প্রতিবেদন :
দৌলতপুর (কুষ্টিয়া) : কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ ২জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ও সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা মাদরাসার সামনে এবং রিফায়েতপুর ইউনিয়নের ঝাউদিয়া চুনিয়ামোড় এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নারী নিহত হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর দেড়টার দিকে মোটরসাইকেলের পেছন চড়ে উসা (১৪) নামে এক স্কুল ছাত্রী তার চাচার সাথে যাওয়ার সময় শেহালা মাদরাসার নিকট স্যালো ইজ্ঞিন চালিত অবৈধ ষ্টিয়ারিং গাড়িকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এসময় স্যালো ইজ্ঞিন চালিত ষ্টিয়ারিং গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই উসা মারা যায়। সে মথুরাপুর এলাকার আব্দুল্লাহর মেয়ে। এঘটনায় নিহতের চাচা আফিম উদ্দিন (৩২) আহত হয়েছেন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। দৌলতপুর থানার এসআই তানভির সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গাড়ির চালক সোহাগ (৩০), হেলপার রুবেল (২৫) ও রাজ্জাক (২৩) কে আটক করে থানায় নিয়েছে। এদের বাড়ি পার্শ্ববতী গাংনী উপজেলার বামুন্দি হোগলবাড়িয়া গ্রামে।
অপরদিকে দৌলতপুরের ঝাউদিয়া চুনিয়ামোড় এলাকায় স্যালো ইঞ্জিন চালিত অবৈধ ষ্টিয়ারিং গাড়ির চাপায় জহুরা খাতুন (৪০) নামে এক গৃহবধু নিহত হয়েছেন। সকাল সাড়ে ৭টার দিকে দৌলতপুর-মিরপুর সড়কের ঝাউদিয়া চুনিয়ামোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধু উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের চুনিয়া মোড় গ্রামের মান্নু সর্দারের স্ত্রী।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় পথচারী ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন পিকআপে থাকা দুই মাছ ব্যবসায়ী। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সদর উপজেলার মুলিবাড়ী-কড্ডার মাঝামাঝি এলাকায় পিকআপ উল্টে শাহাদত হোসেন নামে হেলপার নিহত হন। অপর দিকে সলঙ্গার পাঁচলিয়ায় পিকআপ ভ্যান চাপায় রায়হান আলী নামে এক পথচারী নিহত হন। নিহতরা হলেন, রায়হান আলী সলঙ্গা থানার পাঁচলিয়া রানিনগর গ্রামের ছোরহাব আলীর ছেলে ও হেলপার শাহাদত নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার প্রি-গরিলা এলাকার এহসান আলীর ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, সকালে হাটিকুমরুলগামী একটি পিকআপ ভ্যান পাঁচলিয়া বাজার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী রায়হানকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক আবু সাঈদ জানান, কয়েক মাছ ব্যবসায়ীকে নিয়ে পিকআপ ভ্যানটি হাটিকুমরুল গোলচত্বর এলাকার মৎস্য আড়তের দিকে যাচ্ছিল। পিকআপটি ঘটনাস্থলে পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান পিকআপের হেলপার শাহাদত।
নান্দাইল (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইলে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নান্দাইল মহাসড়কের পাঁছপাড়া নামক স্থানে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ মিয়া (৩০) নান্দাইল উপজেলার পাঁছপাড়া গ্রামের মোবারক মিয়ার ছেলে। আহত রামেরকান্দা গ্রামের ইব্রাহীমের মেয়ে ফাতেমা ও ঝালুয়া গ্রামের শাহেদ আলীর ছেলে লিয়াকত আলী আহতাবস্থায় নান্দাইল হাসপাতালে চিকিৎসাধীন। নান্দাইল হাইওয়ে থানার ওসি মামুন রহমান জানান,ট্রাক বা ইজিবাইকচালক কাউকে আটক করা যায়নি।
পটিয়া : চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া পৌরসভার ইন্দ্রপুল এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মানসিক ভারসাম্যহীন একব্যক্তি। নিহতের নাম মো. সরওয়ার উদ্দিন (৪৮)। তিনি হাটহাজারী উপজেলার বুড়িশ্চর নজুমিয়া হাট এলাকার হাজী মো. মাহবুবুল আলমের পুত্র। গতকাল শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। তবে কিভাবে কোন গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মারা গেছেন তা পুলিশ নিশ্চিত করে জানাতে পারেনি।
মির্জাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। গতকাল সকালে উপজেলার উয়ার্শী-বালিয়া রোডের রাজনগর এলাকায় এ দুর্ঘটনার সূত্রপাত ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ঘুগী গ্রামের আব্দুল বারেক (৭০)। আহতরা হলেন-একই উপজেলার উত্তর রোয়াইল গ্রামের আজগর আলীর ছেলে আব্দুল রাজ্জাক (৬০), দুপুটিয়া গ্রামের জয়নাল হকের ছেলে জুয়েল মিয়া (২৬), লালমনিরহাট জেলার চাংড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শাহজাহান (৩৫)।
প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে, মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা উয়ার্শী গামী টেম্পু রাজনগর ব্রিজের উত্তর পার্শ্বের মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পুটি উল্টে যায়। এসময় টেম্পুতে থাকা ৪ যাত্রী গুরুতর আহত হয়। এ ঘটনায় ঘাতক চালক পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সকালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
রংপুর : রংপুরের মিঠাপুকুরে আলুবোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে বস্তা চাপায় হাসান আলী (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে দিকে উপজেলার মালতলা মাদারেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান আলী উপজেলার খোর্দ্দ মহদীপুর এলাকার রমজান আলীর ছেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।