Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ট্রাম্পের ১১৭ কোটি ডলার ক্ষতি দেখিয়ে কর ফাঁকি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০১৯, ১২:০৪ এএম

ব্যবসায় ক্ষতি দেখিয়ে দীর্ঘ প্রায় এক দশক কর ফাঁকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই বিস্ফোরক তথ্য উঠে এসেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮৫ থেকে ১৯৯৪ সালের মধ্যে ব্যবসায় ক্ষতি দেখিয়ে কর ফাঁকি দেন ট্রাম্প। ওই সময়ের মধ্যে ট্রাম্পের ব্যবসায় ১১৭ কোটি ডলার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করে তিনি কর মওকুবের সুযোগ নেন। মূলত ক্যাসিনো, হোটেল এবং জমিবাড়ি ব্যবসায় তার এই বিপুল ক্ষতি হয়েছিল। আর এই ক্ষতির পরিমাণ দেখিয়ে কর মওকুবের সুযোগ নিয়েছিলেন ট্রাম্প। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ৮০-৯০-এর দশকে এই রকম বিপুল পরিমাণ ক্ষতির কারণে অনেক ব্যবসায়ীই কর মওকুব হয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। একটা অত্যন্ত পুরনো তথ্য ভুলভাবে দেখানো হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট পদে প্রতিদ্ব›িদ্বতায় নামার আগে নিজেকে ধনকুবের ব্যবসায়ী বলে দাবি করে নজর কেড়েছিলেন ট্রাম্প। বাবার জমিবাড়ি ব্যবসা থেকে ৪১ কোটি ৩০ লক্ষ ডলারের সম্পদ তিন বছর বয়স থেকেই ট্রাম্পের কাছে চলে এসেছিল। কিন্তু নিজের আয়কর দেয়ার রেকর্ড কখনই প্রকাশ্যে আনেননি প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন কংগ্রেসের পক্ষ থেকে বহুবার সে দাবি উঠলেও ট্রাম্প সচেতনভাবেই এ ব্যাপারে এক পা-ও এগোননি। নিউ ইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ