মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন দেশটির সামরিক বাহিনীকে আক্রমণ ক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র মহড়া সফল ভাবে চালানোর একদিন পর এ নির্দেশ দিলেন তিনি। আমেরিকার সঙ্গে অচল হয়ে পড়া পরমাণু আলোচনার মধ্যে এ সব পদক্ষেপ গ্রহণ করছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ শুক্রবার জানিয়েছে যে, অগ্রবর্তী ফ্রন্টগুলোতে মোতায়েন প্রতিরক্ষা ইউনিটগুলোর সক্ষমতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন কিম। পাশাপাশি পশ্চিমাঞ্চলীয় ফ্রন্টে জরুরি অবস্থা মোকাবেলায় যুদ্ধের পুরো প্রস্তুতির ওপরও গুরুত্বারোপ করেন তিনি। অপরদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়া আর আলোচনায় বসতে প্রস্তুত বলে তিনি মনে করেন না। বৃহস্পতিবার উত্তর কোরিয়া নতুন করে দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর তিনি এ মন্তব্য করেছেন। এদিকে ট্রাম্পের এই মন্তব্যের পরে উত্তর কোরিয়ার একটি জাহাজ জব্দের ঘোষণা দিয়েছে মার্কিন বিচার বিভাগ। ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষায় কেউ সন্তুষ্ট নয়। তবে এরপরও পিয়ংইয়ংয়ের জন্য আলোচনার দ্বার উন্মুক্ত আছে। অন্যদিকে, উত্তর কোরীয় নেতা কিম জং উন সামরিক সক্ষমতা বাড়াতে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থার রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। ফেব্রæয়ারিতে ভিয়েতনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠক কোনও চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর ক্রমেই অধৈর্য হয়ে ওঠে পিয়ংইয়ং। কিম বাজে চুক্তির প্রস্তাব দিয়েছেন বলে অভিহিত করে বৈঠক ছেড়ে বেরিয়ে যান প্রেসিডেন্ট ট্রাম্প। গত মাসে কৌশলগত নিয়ন্ত্রিত অস্ত্র পরীক্ষার কথা স্বীকার করে পিয়ংইয়ং। গত ৪ মে দক্ষিণ কোরিয়ার তরফে জানানো হয়, উত্তর কোরিয়া বেশ কয়েকটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। তার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানায় তারা। অন্যদিকে নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে উত্তর কোরিয়ার একটি কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র। বিচার বিভাগের দাবি, ওই জাহাজটিতে করে কয়লা পরিবহন করা হতো, যা উত্তর কোরিয়ার প্রধান রফতানি পণ্য। দেশটির কয়লা রফতানির ওপর জাতিসঙ্ঘের নিষেধাজ্ঞা রয়েছে। বার্তা সংস্থা কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়, ‘কিম জং উন প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে যুদ্ধ কার্যক্রম পরিচালনা করা এবং পূর্ণ যুদ্ধ প্রস্তুতি রাখার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন যেন যেকোনও পরিস্থিতি মোকাবিলা করতে পারে উত্তর কোরিয়া।’ কিম জং বলেন, ‘দেশের প্রকৃত নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে শক্তিশালী বাহিনী থাকা প্রয়োজন যারা সার্বভৌমত্ব রক্ষায় সক্ষম। গত বছর পারমাণবিক পরীক্ষা বন্ধ এবং আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা না চালানোর ঘোষণা দেয় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। কেসিএনএ, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।