মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় ইসলামিক স্টেটের ১৩ জিহাদি নিহত হয়েছে। বুধবার পরিচালিত এ বিমান হামলাটি হয়েছে দেশটির পুন্টল্যান্ড প্রদেশে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়, বুধবারের হামলার পর আরও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে নিহত হয়েছে আরও ৩ জিহাদি। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে সোমালিয়ায় বিমান হামলার সংখ্যা বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই বছরে দেশটিতে প্রায় ৮ শতাধিক জিহাদী হত্যা করা হয়েছে বলে দাবি করেছে দেশটি। সা¤প্রতিক সময়ে সোমালিয়ায় ইসলামিক স্টেটের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। তাদের সদস্য সংখ্যা সম্পর্কে ধারণা করা যায় না এখনো। তবে দেশটিতে বহুদিন ধরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে আরেক জঙ্গি গোষ্ঠী আল-শাবাব। ইসলামিক স্টেট সে তুলনায় বড় ধরণের কোনো হামলা পরিচালনা করেনি। যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড বৃহ¯পতিবার হামলার খবর প্রকাশ করে। এতে বলা হয়, সোমালিয়ার গোলিস পাহাড়ে অবস্থিত আইএস ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এতে ১৩ জঙ্গি নিহত হয়েছে। কমান্ড থেকে দাবি করা হয়েছে, এ হামলায় নিহত হয়েছে সোমালিয়ায় আইএসের ডেপুটি লিডার আব্দুল হাকিম ধুকুব। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।