Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রামের বাসিন্দাদের অস্ত্র দেবে ইরাকি সেনাবাহিনী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০১৯, ১২:০৪ এএম

৫০টি গ্রামের স্থানীয় বাসিন্দাদের অস্ত্র দেয়ার পরিকল্পনা ঘোষণা করেছে ইরাকের সেনাবাহিনী। বৃহ¯পতিবার দেয়া এ ঘোষণা অনুযায়ী, মসুল শহরের কাছেই অবস্থিত ৫০টি গ্রামে অস্ত্র দেয়া হবে। আইএস সন্ত্রাসীদের থেকে আত্মরক্ষার্থে এ অস্ত্র দেয়ার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খবরে বলা হয়, এ ঘোষণার পূর্বে স্থানীয় আদিবাসীদের প্রধানদের সঙ্গে আলোচনা করেছেন সেনা কর্মকর্তারা। এখানে ঘন ঘন আইএসের আক্রমণ ঠেকাতে তাই তাদের হাতে অস্ত্র তুলে দেয়া হচ্ছে। বৃহ¯পতিবার মসুলের কাছে আইএসের হামলায় একই পরিবারের ৫ সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে আছেন ওই জেলার গভর্নর ও তার পরিবারের সদস্যরা। ২০১৭ সালে ইরাকে আইএসের সর্বশেষ ঘাটি ধ্বংস করা হয়। তবে এখনো স্থানীয়দের মধ্যে লুকিয়ে আছে জঙ্গিগোষ্ঠীটির অবশিষ্ট সন্ত্রাসীরা। ফলে প্রায়ই আইএসের হামলার ঘটনা ঘটছে মসুল ও তার আশেপাশে। মিডল ইস্ট মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ